ঢাকাWednesday , 9 September 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর সংবর্ধনা

Rupom Ahmed
September 9, 2020 12:55 am
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার দক্ষ কর্মঠও মেধাবী অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর অনত্র বদলী উত্তর সংবর্ধনা প্রদান।
গোবিন্দগঞ্জ সাংবাদিক এসোসিয়েশনের আয়োজনে সংগঠন কার্যালয়ে সংগঠনের সাধারণ সম্পাদক উজ্জল হক প্রধানের সভাপতিত্বে উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী। সাংবাদিক আলমগীর হোসেনের সঞ্চালনায় আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পাটি উপজেলা শাখার সভাপতি ও গোবিন্দগঞ্জ নাগরিক কমিটির আহবায়ক কমরেড এমএ মতিন মোল্লা, সাধারণ সম্পাদক কমরেড রফিকুল ইসলাম, হাইওয়ে থানার ভারপ্রাপ্ত ইনচার্জ এসআই জাহিদুল ইসলাম, এসআই জাহাঙ্গীর আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রিপোর্টাস ফোরামের সিনিয়র সহ সভাপতি শাহ আলম সরকার সাজু, পলাশবাড়ী সাপ্তাহিক পত্রিকার সম্পাদক ও প্রকাশক উত্তম কুমার, সাংবাদিক জোবাইদুর রহমান সাগর, সুমন সরকার, মশিউর রহমান বাবু, ফরহাদ হোসেন, ইয়াসির আরাফাত, শেখ মামুন হাসান, মোস্তাফিজুর রহমান, রুপম আহম্মেদ প্রমূখ।
বক্তারা বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানীর চাকুরী কর্মঠও মেধার প্রশংসা করে বলেন, চাকুরী জীবনে বদলী আসবেই, যেখানেই যাবেন, সেখানেই মানুষের জানমালের নিরাপত্তা দানে অতন্ত্র প্রহরীর মত দায়িত্ব পালন করবেন। এটাই আমাদের চাওয়া, যাতে আপনার কর্মঠও পুলিশ অফিসারের ভালবাসা মানুষ অর্জন করতে পারে এবং আপনীও সেই ভালবাসার অংশীদার হয়ে দেশের কল্যানে নিজেকে নিয়োজিত রাখবেন।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার বিদায়ী অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী তার সংবর্ধিত বক্তব্যে বলেন, চাকুরী জীবনে হাইওয়ে থানায় ৬ বছর ১ মাস অতিক্রান্ত করেছি। এ চাকুরী জীবনে স্বপ্ল সময়ে আপনাদের এলাকার মানুষের সাথে নিজেকে উজার করে দিয়ে যে ভালবাসা পেয়েছি, যতদিন বেঁচে থাকবো, ততদিন মনে রাখবো ইনশাল্লাহ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।