ঢাকাSunday , 13 February 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরগঞ্জে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদন্ড

Link Copied!

জাহিদ হাসান জীবন, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে নদী থেকে বালু উত্তোলনের অপরাধে নুরুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তির এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার বিকেলে এ দণ্ডাদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান।
দন্ডিত নুরুল ইসলাম উপজেলার সর্বানন্দ ইউনিয়নের দক্ষিণ সাহাবাজ গ্রামের এরফান আলী প্রামাণিকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক মাহমুদ আল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বেশ কিছুদিন ধরে দন্ডিত ব্যক্তি স্থানীয় ঘাঘট নদী থেকে বালু উত্তোলন করে আসছিলেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়ে অভিযান চালানো হয়। অভিযানকালে সত্যতা পাওয়ায় বালু উত্তোলনের দায়ে নুরুল ইসলামকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে মাধ্যমে ১লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।