ঢাকাSunday , 8 August 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলন

Link Copied!

এনবি নিউজ একাত্তরঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সংবাদ সম্মেলণ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ আগষ্ঠ (রবিবার) বিকেলে উপজেলার সাপমারা ইউনিয়নের মাদারপুর গীর্জা মাঠ প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলণে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের উপদেষ্ঠা মি.পাউলুস মুরমু। তিনি তার বক্তব্যে বলেন সাবেক সভাপতি ডাঃ ফিলিমন বাস্কে যোগসাজসী পক্ষপাত মূলক একক এক গুয়েমি ও অগণতান্ত্রিক স্বেরাচারী কায়দায় অসৎকার্য সিদ্ধি অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষে কমিটির সাধারণ সম্পাদককে কমিটির কার্যনির্বাহী মিটিং না করিয়া বহিস্কার দেখানো হয়। তা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পারি। আমরা কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্য এহেন কর্মকান্ডের জন্য ধিক্কার ও তীব্র নিন্দা জানাই। তিনি আরো বলেন অত্র ভূমি আন্দোলনের সাথে জড়িত আদিবাসী ও বাঙ্গালী সদস্যদের সাবেক সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ বিভিন্ন সময় ও তারিখে সাধারণ সম্পাদক জাফুরুল ইসলাম প্রধানকে হুমকি ধামকি ও ধারালো অস্ত্র দ্বারা আঘাত করে আহত করা সহ নানাবিধ অনিয়ম, অনাচার নৈরাজ্য সৃষ্টি করলে তার বিরুদ্ধে বহিস্কারের দাবী তোলে সাধারণ ভূমি আন্দোলনের সদস্যরা। কিন্তু বহিস্কার না করে তাকে তার সকল সদস্য পদ থেকে স্থগিতাদেশ দিয়ে সাংগঠনিক সকল কার্যক্রম থেকে বিরত রাখার সিদ্ধান্ত গৃহিত হয়। এরপরও স্বপন শেখ সংগঠনকে বৃদ্ধাঙ্গলী দেখিয়ে সহযোগি বহিরাগত বাহিনী নিয়ে সংগঠন বিরোধী কার্যক্রম করতেছে। এর নালিশ সাবেক সভাপতি ডা. ফিলিমন বাস্কের কাছে দেওয়া হলে তিনি কোন ব্যবস্থা না নিয়ে বরং তাকে আরো প্রশ্রয় দিলে গত ২ রা আগষ্ঠ সংগঠনের সাধারণ সম্পাদক জাফুরুল ইসলামকে বহিরাগত সন্ত্রাসীদের নিয়ে মারধর করে তার মোবাইল ফোন সহ টাকা পয়সা কেড়ে নিয়ে বিবস্ত্র করে। এ ঘটনারও কোন সাংগঠনিক ব্যবস্থা সাবেক সভাপতি ডা.ফিলিমন বাস্কে না নিয়ে তার পক্ষ অবলম্বণ করেন। এসব কারণে গত ৭ আগষ্ট পূর্বের কমিটি বাতিল ঘোষনা করে আদিবাসী ও বাঙ্গালীদের সর্ব সম্মতিক্রমে নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। উক্ত সংবাদ সম্মেলণে উপস্থিত ছিলেন সাহেবগঞ্জ বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির সভাপতি মি.বার্নাবাজ টুডু (বেচকা), সহ সভাপতি মোঃ আজমল হোসেন, শ্রী ভবেন মার্ডি, সাধারণ সম্পাদক মোঃ জাফুরুল ইসলাম প্রধান, সাংগঠনিক সম্পাদক শ্রী রাফায়েল হাজদা, যুগ্ন সাংগঠনিক সম্পাদক মোঃ মিনহাজুল ইসলাম, কোষাধক্ষ্য শ্রী গনেষ মুরমু, প্রচার সম্পাদক মোঃ আতাউর রহমান সাবু, যুগ্ন প্রচার সম্পাদক শ্রী রতন হেম্রন সহ আদিবাসী ও বাঙ্গালী ভূমি আন্দোলনের নেতৃবৃন্দ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।