ঢাকাWednesday , 10 January 2024
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে.. আব্দুল হাই সরকার বীর প্রতীক

Link Copied!

রুহুল আমিন রুকু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রাম শহরের বুকে প্রথম স্বাধীনতার বিজয় পতাকা উত্তোলনকারী বাহিনীর কমান্ডার এবং পতাকা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল হাই সরকার বীর প্রতীক গতকাল বুধবার ১০ জানুয়ারি’২০২৪ইং কুড়িগ্রাম জেলা শহরের মুক্তারামস্থ নিজ বাস ভবনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে বলেন সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। মুক্তির সংগ্রাম বাহাত্তুরের সংবিধান। সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সংবিধান অনুযায়ী দেশ চলবে। বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশ গড়তে হলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কন্যা সফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। আমি একজন মুসলমান। আমি মুক্তিযোদ্ধা। আমি মুক্তির কথা বলবো। আমি মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজীবন মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই  সংগ্রাম করে গেছেন। দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য বাহাত্তুরের সংবিধান পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই সরকার বীর প্রতীক আরো বলেন- “পদ্মা, মেঘনা, যমুনা তোমার আমার ঠিকানা, তুমি কে আমি কে, বাঙালী বাঙালী” এই স্লোগানকে বুকে ধারণ করে বঙ্গবন্ধুর ডাকে আমরা মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি। দেশকে একটি অসাম্প্রদায়িক সোনার বাংলা হিসেবে দেখতে চাই।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।