ঢাকাMonday , 6 September 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রানীশংকৈলে কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খনন করায় ড্রেজার মেশিন জব্দ ও জরিমানা 

Link Copied!

 

সফিকুল ইসলাম শিল্পী,  রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈল উপজেলার কাশিপুর কাদীহাট গ্রামের কৃষিজমিতে অবৈধভাবে পুকুর খননের অপরাধে একটি ড্রেজার মেশিন জব্দসহ আব্দুল আলিম (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতের সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইন্দ্রজিৎ সাহা।

রবিবার ৫ সেপ্টেম্বর বিকালে রাণীশংকৈল উপজেলার কাদীহাট গ্রামে অভিযান চালিয়ে তিনি একটি ড্রেজার মেশিন জব্দ ও আব্দুল আলিমকে ৫ হাজার টাকা জরিমানা করেন।

সহকারি কমিশনার (ভূমি) জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে আমি ঐ এলাকা পরিদর্শনে যাই। সেখানে গিয়ে দেখি কাদীহাট গ্রামের আমিরুল ইসলামের ছেলে আব্দুল আলিম ড্রেজার দিয়ে মাটি কেটে কৃষিভূমির শ্রেণি পরিবর্তন করে পুকুর খনন করছেন।
এই অপরাধে বালু মহাল ও মাটি ব্যাবস্থাপনা আইন- দণ্ডবিধি ১৮৬০ এর ১৯১ ধারায় দোষী সাব্যস্ত করে তাকে ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
এ সময় রাণীশংকৈল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।