ঢাকাMonday , 4 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভেনেজুয়েলা সংকট নিয়ে আমেরিকার সঙ্গে আলোচনায় রাজি রাশিয়া

Link Copied!

আন্তর্জাতিক নিউজঃ ভেনেজুয়েলা সংকট নিরসনে আমেরিকার সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে নিজের প্রস্তুতির কথা ঘোষণা করেছে রাশিয়া। রোববার (৩ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে মস্কোর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

সোমবার (৪ মার্চ) রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতির বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়, ভেনেজুয়েলার চলমান রাজনৈতিক সংকট নিরসনে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায় বসতে মার্কিন আগ্রহের প্রতি ইতবাচক সাড়া দেবে মস্কো।
বিবৃতিতে আরও বলা হয়, জাতিসংঘ ঘোষণা অনুযায়ী, ভেনেজুয়েলার রাজনৈতিক ভবিষ্যত নির্ধারণের একমাত্র অধিকার দেশটির জনগণের রয়েছে অন্য কারো নয়। এ বিষয়টি সকল পক্ষকে মেনে নিতে হবে।
ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা হুয়ান গুইদো গত ২৩ জানুয়ারি যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের প্রকাশ্য সমর্থন নিয়ে নিজেকে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করলে চলমান রাজনৈতিক সংকট শুরু হয়। অপ্র দিকে ভেনেজুয়েলা সরকার ওই ঘোষণাকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর বিরুদ্ধে অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছে।
গুইদোকে সমর্থন দেয়ার পাশাপাশি মাদুরো সরকারের প্রতি দেশটির জনগণকে বিরুপ করতে একের পর এক নিষেধাজ্ঞার মাধ্যমে ভেনেজুয়েলার অর্থনীতিকে দুর্বল করে তুলেছে। এ অবস্থায় রাশিয়া ও চীন মাদুরো সরকারের পক্ষে অবস্থান নেয়।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।