ঢাকাSaturday , 27 May 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে ভবন না থাকায় ভাঙ্গাচুরা টিনের ঘরে ক্লাস করছেন শিক্ষার্থীরা॥

Link Copied!

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় অবস্থিত ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজ। ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে ভবন না থাকায় ভাঙ্গাচুরা টিনের ঘরে ক্লাস করছেন শিক্ষার্থীরা। ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজটি ১৯৯৫ইং সালে স্থাপিত হয়। স্থাপিত হওয়ার পর থেকে একটি ভবনেই অধ্যক্ষের রুম, উপধ্যক্ষের রুম, অফিস রুম, টিচার রুম সহ অন্যন রুম। দীর্ঘ ২৭ বছর ধরে শিক্ষার্থীদের ক্লাস রুম না থাকায় পার্শ্বে টিনশেটের লম্বা একটি ঘর তৈরি করে সেখানে শিক্ষার্থীদের পাঠ দান কার্যক্রম চলছে। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সরকারি ভাবে ভবন নির্মাণ হলেও ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজে কোন নতুন ভবন নির্মাণ হচ্ছে না। শিক্ষার্থীদের একটি টিনশেট ঘরে অনেক কষ্টে শিক্ষা কার্যক্রম চলছে। ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের শিক্ষক ৩৫ জন, কর্মচারী-১৫ জন ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৭০০ জন, ও ডিগ্রী পর্যায়ে ২০০ জন শিক্ষার্থী রয়েছে। দীর্ঘদিন ধরে ভবন না থাকার কারণে এখানে গাদাগাদি করে ভাঙ্গাচুরা টিনের ঘরে ক্লাস করছে শিক্ষার্থীরা। এ ব্যাপারে ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ খুরশিদ আল মতি বলেন, এখানে সরকারি ভাবে একটি ভবন শিক্ষা মন্ত্রনালয় থেকে প্রদান করলে শিক্ষার্থীদের ক্লাস করতে সুবিধা হবে। ভবন না থাকার কারণে পাঠ দানে বিভিন্ন প্রকার সমস্যয় পড়তে হচ্ছে। এছাড়া একটি কলেজে যা যা প্রয়োজন সেই তুলনায় এখানে তেমন কিছুই নেই। এমন কি শিক্ষক কর্মচারীদের আলাদা কোন ভবন নেই। সে ক্ষেত্রে খুব জরুরী ভিত্তিকে একটি ভবন প্রয়োজন হয়ে পড়েছে। এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক মহল, অভিভাবক মহল, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুধিজন শিক্ষা মন্ত্রনালয়ের অসুহস্তক্ষেপ কামনা করেছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।