ঢাকাSunday , 2 February 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

নাগেশ্বরীর পাখিউড়া সীমান্তে বিএসএফ’র গুলি এক গরু পাচারকারী নিখোঁজ 

Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার পাখিউড়া সীমান্তে এক বাংলাদেশিকে লক্ষ্য করে গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এ ঘটনায় এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার খবর পাওয়া গেলেও নিহতের লাশ এখনও পাওয়া যায়নি।
শনিবার (১ ফেব্রুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
নারায়নপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মজিবর রহমান স্থানীয়দের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছেন।
নারায়নপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড সদস্য শাহাদৎ হোসেন জানান, শনিবার ভোরে পাখিউড়া সীমান্ত পথে গরু চোরাচালান করতে গিয়ে বিএসএফের গুলিতে জামাল (২২) নামে এক বাংলাদেশি ডাঙওয়াল ( গরু পাচারের রাখাল) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তার বাড়িতে কাউকে পাওয়া যায়নি। সম্ভবত মামলা এড়ানোর জন্য পরিবারের লোকজন তার লাশ নিয়ে গা ঢাকা দিয়েছে।
নিহত জামাল ওই ওয়ার্ডের মন্ত্রীর চর গ্রামের লুৎফর রহমানের ছেলে বলে জানান ইউপি সদস্য শাহাদৎ।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ২২ ব্যাটালিয়নের পরিচালক লে.কর্নেল মো. মোহাম্মদ জামাল হোসেন জানান,  নারায়নপুর সীমান্তের পাখিউড়া বর্ডার আউট পোস্টের (বিওপি) অধীন সীমান্তে এক রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে বলে জানতে পেরেছি। একজন গুলবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেলেও এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ব্যাপারে খোঁজ-খবর নেওয়া হচ্ছে বলে জানান বিজিবি পরিচালক।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।