ঢাকাTuesday , 23 November 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

দাওয়াত পেয়ে অটোচালকের বাসায় খেলেন কেজরিওয়াল

Link Copied!

ভারতের দিল্লির আন্দোলনের মুখ অরবিন্দ কেজরিওয়াল ক্ষমতায় এসেছেন, হয়েছেন মুখ্যমন্ত্রী। এবার লক্ষ্য পাঞ্জাব রাজ্য দখল। তাই রাজ্যের লুধিয়ানা এলাকার অটো ও ট্যাক্সিক্যাবচালকদের সঙ্গে গতকাল সোমবার বসেছিলেন তিনি। চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘যেকোনো কিছুর জন্য আপনারা আমার কাছে আসতে পারেন।’ আর এ সুযোগই নিলেন এক চালক। কেজরিওয়ালকে দাওয়াত দিলেন আর সেই দাওয়াত গ্রহণও করলেন তিনি। খেতে গেলেন ওই চালকের বাসায়।

এনডিটিভির খবরে বলা হয়, প্রশ্নোত্তর পর্বে ওই চালক বলেন, ‘আমি আপনার একজন বড় ভক্ত। আমি একজন অটোওয়ালা। আপনি অটো ড্রাইভারদের সাহায্য করেন। স্যার, আপনি কি এক বেলা এই গরিবের বাড়িতে খাবেন। আমি হৃদয় থেকে আপনাকে দাওয়াত দিচ্ছি।’

এ প্রশ্নের উত্তরে কেজরিওয়াল কোনো বলার আগেই হর্ষধ্বনি শুরু হয়। এরপর কেজরিওয়াল বলেন, ‘অবশ্যই। আজ রাতে?’

দিলীপ জানান, শুধু আজ রাতেই। তাঁর মুখে তখন আলোকচ্ছটা। কারণ, এত বড় কোনো নেতাকে তিনি কখনো দাওয়াত করেননি আর কোনো নেতা তাঁর দাওয়াতও গ্রহণ করেননি।

কেজরিওয়াল ওই চালকের হাসি আরও চওড়া করে দেন। তিনি বলেন, ‘আমি ভগৎ সিং মান ও হারপাল সিংকে সঙ্গে নিতে পারি।’ কেজরিওয়ালের এই দাওয়াত গ্রহণে তাঁর নামে স্লোগান উঠতে থাকে।

ওই রাতে কেজরিওয়াল ও তাঁর দলের নেতারা সেই অটোচালকের বাসায় রাতের খাবার খান। এরপর কেজরিওয়াল এক টুইট বার্তায় লেখেন, ‘দিলীপ তিওয়ারি আমাদের দাওয়াত দিয়েছিলেন। তাঁর পরিবারের ভালোবাসায় আমরা সিক্ত। খাবারগুলোও ছিল অসাধারণ। আমি তাঁর পরিবারের সদস্যদের দিল্লিতে দাওয়াত দিয়েছি।’

চালকদের সঙ্গে বসা কেজরিওয়ালের জন্য নতুন কিছু নয়। এর আগে দিল্লির অটো ও ট্যাক্সিক্যাবচালকদের সঙ্গে বসেছেন তিনি। গতকাল লুধিয়ানার চালকদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘আপনাদের ভাইয়ের মতো আমি। আমার কাছে যেকোনো কিছুর জন্য আসতে পারেন আপনারা। এমনকি আপনার অটোটি ভেঙে গেলেও আসতে পারেন।’

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।