ঢাকাThursday , 7 April 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জ ইপিজেড নিয়ে সাংবাদিকদের সাথে উপজেলা পরিষদ চেয়ারম্যানের মতবিনিময়

Rupom Ahmed
April 7, 2022 11:32 pm
Link Copied!

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাণ্যিজিক ইক্ষু খামারের জমিতে রংপুর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা (আরইপিজেড) গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে সরকার। রংপুর ইপিজেড গড়ে তোলার এই উদ্যোগের অংশ হিসাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন গোবিন্দগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ প্রধান। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রাসেল কবির, সিনিয়র সহ-সভাপতি রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি মনজুর হাবিব মনজু, শাহ আলম সরকার সাজু, সিনিয়র যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম, যুগ্ম-সম্পাদক ডিপটি প্রধান, দপ্তর সম্পাদক মোস্তফা কামাল সুমন, বীর মুক্তিযোদ্ধা সাংবাদিক শ্যামলেন্দু মোহন রায় জীবু, চ্যানেল আই এর জেলা প্রতিনিধি ফারুক হোসেন, সাপ্তাহিক কাটাখালি পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক সিনিয়র সাংবাদিক মোয়াজ্জেম হোসেন আকন্দ, সাংবাদিক এসোসিয়েশনে সভাপতি মাহমুদ খান, প্রেস ক্লাব গোবিন্দগঞ্জের সভাপতি রফিকুল ইসলাম, আনন্দ টিভি উপজেলা প্রতিনিধি উজ্জ্বল হক প্রধান, মাইটিভি উপজেলা প্রতিনিধি মশিউর রহমান বাবু, সাংবাদিক শাহীন সরকার সহ আরও অনেকে। মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত অধিকাংশ সাংবাদিকগণ অংশগ্রহণ করেন।

মতবিনিময় শেষে সমাপনী বক্তব্যে উপজেলা চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান বলেন, রংপুর ইপিজেড গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়নের  জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিশেষ উপহার। এই ইপিজেড গড়ে উঠলে বদলে যাবে উপজেলার আর্থসামাজিক অবস্থা। তিনি সাংবাদিকদের ইপিজেডের ইতিবাচক দিক জনগণের সামনে তুলে ধরার আহবান জানান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।