ঢাকাTuesday , 21 March 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে কৃষক হত্যা দিবস উপলক্ষে কৃষক সমাবেশ অনুষ্ঠিত

Rupom Ahmed
March 21, 2023 10:51 pm
Link Copied!

১৯৯৫ সালের ২১ মার্চ ইরি বোরো মৌসুমে চারদলীয় জোট সরকারের শাসনামলে তীব্র সার সংকট দেখা দেয়। ওই বছরের ২১ মার্চ ন্যায্যমূল্যে সার কিনতে এসে পুলিশের গুলিতে একজন কৃষক নিহত হন। গুলিবিদ্ধ হন আরো ৬ জন। পরে আহতদের মধ্যে একজন কৃষক বিনাচিকিৎসায় মৃত্যুবরণ করেন। নিহত কৃষক টুকু মিয়া, পরে বিনাচিকিৎসায় নিহত আনোয়ারুল ইসলাম মন্টুর পরিবারের কোনো খোঁজ-খবর নেয়নি তখনকার সরকার। পরে সে সময়ের বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনা উত্তরাঞ্চল সফরকালে গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে এক বিশাল জনসভায় হতাহতদের পরিবারের খোঁজ খবর নেন, তাদের সমবেদনা জানান।
বিএনপি-জামাত জোট সরকারের শাসনামলে মহিমাগঞ্জের কৃষকরা সার নিতে গেলে নির্মমভাবে গুলি চালিয়ে কৃষকনেতা টুকু হত্যার প্রতিবাদে মঙ্গলবার (২১ মার্চ) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের উদ্যোগে মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদ চত্বরে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল লতিফ তারিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান। কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য খন্দকার জাহাঙ্গীর আলম, কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য কৃষিবিদ লুৎফুল বারী ওসমানী, গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সদস্য মহিমাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, গাইবান্ধা জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল, বগুড়া জেলা কৃষকলীগের আলমগীর হোসেন বাদশা, গোবিন্দগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কোচাশহর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান আজাদ, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কাটাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জোবায়ের হাসান শফিক মাহমুদ গোলাপ, উপজেলা শ্রমিকলীগের সভাপতি গোলজার রহমান, সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম তুহিন, পৌর কৃষকলীগের সভাপতি জাফরউল্লাহ, উপজেলা কৃষকলীগের সহ সভাপতি আব্দুর রশিদ ধলু, পৌর যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম মিন্টু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক রাজু সরকার, মহিমাগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি জিয়াউল হক, সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, মহিমাগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল মান্নান সরকার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা-সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/সাধারণ সম্পাদক সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সমাবেশের সভাপতিত্ব করেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুকু ও সঞ্চালনা করেন গোবিন্দগঞ্জ উপজেলা কৃষকলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক খুরশিদ আলম পলাশ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।