ঢাকাTuesday , 18 July 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জের  তালুকানুপুর ইউনিয়নে উপ-নির্বাচন অনুষ্ঠিত-নৌকার বিজয় 

Link Copied!

রিমন রাজভর, গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ও নাকাই ইউনিয়নে সোমবার (১৭ জুলাই) উপ-নির্বাচন শান্তিপুর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ৭ নম্বর তালুককানুপুরে শুধু চেয়ারমান এবং ৮ নম্বর নাকাই ইউপির ৩ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে এউপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। গত ৫ মে’২০২৩ তালুককানুপুর ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার আব্দুর রহমান মাস্টার ও ১২ মে’২০২৩ নাকাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য শামছুল হুদা আল-আমিন মৃত্যুবরণ করায় উক্ত পদ দু’টি শ‚ন্য হওয়ায় ওই পদ দুটিতে নির্বাচন অনুষ্ঠিত হয়।
উপ-নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ আলম মন্ডল, স্বতন্ত্র প্রার্থী (আনারস প্রতীক) মোস্তফা আশরাফুল ইসলাম এবং (মোটর সাইকেল প্রতীক) নিয়ে আনিসুজ্জামান বিদ্যুৎ প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
নির্বাচনে তালুককানুপুর ইউনিয়নে ১৩ টি কেন্দ্রে ৩০ হাজার ৫’শ ৯৫ জন ভোটারের মধ্যে ২১ হাজার ৮ শ ৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে। এর মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত (নৌকা প্রতীকের) প্রার্থী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাসুদ আলম মন্ডল ১১ হাজার ৬ শ ৮১ ভোট পেয়ে বে-সরকারী ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী (আনারস প্রতীক) মোস্তফা আশরাফুল ইসলাম ৯ হাজার ৪ শ ৪২ এবং (মোটর সাইকেল প্রতীক) নিয়ে আনিসুজ্জামান বিদ্যুৎ ৪ শ ৮১ ভোট পেয়েছেন। অবশিষ্ট ২ শ ১ টি ভোট বাতিল হয়েছে। নির্বাচনে ৭১.২৭% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করে।
এদিকে ৮ নং নাকাই ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে উপ- নির্বাচনে সদস্য পদে ৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। প্রার্থীগণ হলেন আবুল কালাম আজাদ (তালা); মোখলেছুর রহমান (ফুটবল); ছিদ্দিকুর রহমান (টিউবয়েল) ও আপেল মিয়া (মোরগ)। নির্বাচনে এ কেন্দ্রে ১ হাজার ৮ শ ৪০ জন ভোটারের মধ্যে ১ হাজার ৪ শ ৩৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। এর মধ্যে ছিদ্দিকুর রহমান (টিউবয়েল) প্রতীকে ৫ শ ৮৪ ভোট পেয়ে বে-সরকারী ভাবে সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদন্দি প্রার্থী আপেল মিয়া ( মোরগ) প্রতীকে ভোট পেয়েছেন ৪ শ ৩৬ এবং আবুল কালাম আজাদ ( তালা প্রতীকে) ৩ শ ৮৭ ও মোখলেছুর রহমান ( ফুটবল প্রতীকে) ৩১ ভোট পেয়েছে। নির্বাচনে ৭৮.১৫% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।