ঢাকাFriday , 1 May 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে কর্মহীন হোটেল শ্রমিকদের আবুল কালাম আজাদ এর উপহার সামগ্রী বিতরণ

Link Copied!

রেজুয়ান খান রিকন: পহেলা মে দিবস উপলক্ষে গোবিন্দগঞ্জ উপজেলায় করোনা ভাইরাসে কর্মহীন হয়ে পরা হোটেল শ্রমিকদের মাঝে গাইবান্ধা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব অধ্যক্ষ আবুল কালাম আজাদ তার নিজস্ব তহবিল থেকে উপহার সামগ্রী হিসেবে চাল, ডাল, আলু, লবন, ও তেল বিতরন করা হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০ টায় গোবিন্দগঞ্জ মালিক সমিতির কার্যালয়ে সামাজিক দুরুত্ব বজায় রেখে গোবিন্দগঞ্জের বিভিন্ন হাট-বাজারের কর্মহীন হয়ে পরা ৫ শ ২০ জন হোটেল শ্রমিকের মধ্যে ২ শ জন শ্রমিকের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। অবশিষ্ট ৩ শ ২০ জন শ্রমিকের মাঝে আগামী ৪ ঠা মে সোমবার ত্রাণ সামগ্রী বিতরন করা হবে। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক জাকারিয়া ইসলাম জুয়েল, উপজেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদুল ইসলাম তুহিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুর ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রহিম, উপজেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের আহবায়ক তারিক রিফাত ও উপজেলা চাউল আরত সমিতির সাধারণ সম্পাদক জেলহাজ প্রমুখ।

অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, দেখুন আজ করোনা ভাইরাস এর কারনে সারা বিশ্বে যে পরিস্থিতি বিরাজমান এক্ষেত্রে আমাদের সচেতননতাই সবচে বড় ঔষধ করোনা থেকে মুক্তি পাওয়ার জন্য। আর এজন্য সরকার যে ঘোষনা দিয়েছেন সবাইকে ঘরে থাকার জন্য এর বিকল্প নেই। তাই আমাদের সবারই উচিৎ নিজের জন্য, নিজের পরিবারের জন্য, নিজের প্রতিবেশির জন্য, নিজের দেশবাসীর জন্য নিজ নিজ অবস্থান থেকে সচেতন হওয়া আর ঘরের মধ্যে সময় অতিবাহিত করা বিশেষ প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে বের না হওয়া।

তিনি আরো বলেন, করোনার কারনে দেশের এই সংকটময় মুহুর্তে আসুন আমরা দুস্থ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দিই মানবিকতার মানষিকতা নিয়ে, সেলফিবাজি বা নিজের পরিচয় বাড়ানোর জন্য দুস্থ মানুষগুলোর সম্মান যেন ক্ষুন্ন না করি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।