ঢাকাSunday , 17 December 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা-৪ আসনে নতুন ভোটার বেড়েছে ৫২ হাজার; পুরুষের চেয়ে নারী ভোটার বেশী

Link Copied!

এনবি নিউজ একাত্তর:

রংপুর বিভাগের প্রবেশদ্বার গাইবান্ধা-৪ গুরুত্বর্পূণ একটি সংসদীয় আসন। জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ১টি পৌরসভা এবং ১৭টি ইউনিয়ন পরিষদ মিলিয়ে নিয়ে গাইবান্ধা-৪ আসন গঠিত।

গোবিন্দগঞ্জ উপজেলায় নতুন ভোটার বেড়েছে ৫২ হাজার ২৭ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ সংসদীয় আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৩৮ হাজার ২৭৩ জন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৪ আসনে ভোটার সংখ্যা ছিল ৩ লাখ ৮৬ হাজার ২৪৬ জন।

জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পূর্ণাঙ্গ ভোটার তালিকা সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোটার তালিকা অনুযায়ী গাইবান্ধা-৪ আসনে পুরুষ ভোটার রয়েছে ২ লাখ ১৬ হাজার ১৬৭ জন এবং নারী ভোটার ২ লাখ ২২ হাজার ১০০ জন।

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জে) আসনে পুরুষের তুলনায় ৫ হাজার ৯৩৩ জন নারী ভোটার বেশী। এখানে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ২ জন। এছাড়া গাইবান্ধা-৪ আসনে মোট ভোটকেন্দ্র ১৩৯টি। যার মধ্যে স্থায়ী ভোটকক্ষ ৭০৫টি ও অস্থায়ী ভোটকক্ষ ৩৬টিসহ মোট ভোটকক্ষ সংখ্যা ৭৪১টি অপরিবর্তিত রয়েছে ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।