ঢাকাMonday , 18 December 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধা ৩ আসনে প্রতিদ্বন্দি ১০ প্রার্থীর প্রতিক বরাদ্দ

Link Copied!

এনবি নিউজ একাত্তর:আগামী ৭ জানুয়ারী আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩১, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী -সাদুল্লাপুর) আসনের প্রতিদ্বন্দ্বী ১০ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ করেছে জেলা নির্বাচন কমিশন । আজ ১৮ ডিসেম্বর সোমবার সকালে জেলা রির্টানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কাজী নাহিদ রসুল আসনটির প্রতিদ্বন্দি প্রার্থীদের মাঝে এসকল প্রতিক বরাদ্দ প্রদান করেন । এসময় নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ ও প্রতিদ্বন্দি প্রার্থীরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৩১ গাইবান্ধা ৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের প্রতিদ্বন্দি প্রার্থীদের মধ্যে ১।আওয়ামীলীগের এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি (নৌকা), ২। জতীয় পার্টির প্রার্থী ইঞ্জিনিয়ার মইনুর রাব্বি চৌধুরী ( লাঙ্গল), ৩। জাসদের প্রার্থী এস,এম,খাদেমুল ইসলাম খুদি (মশাল),৪। বিএনএম এর প্রার্থী মোঃ মনজুরুল হক ( নোঙ্গর),৫। কৃষক শ্রমিক জনতালীগের প্রার্থী মোঃ মোস্তফা মনিরুজ্জামান (গামছা),৬। কল্যান পার্টির প্রার্থী মোঃ মাহমুদুল হক ( হাত ঘড়ি),৭। এনপিপির প্রার্থী মোঃ জাহাঙ্গীর আলম (আম)।

এছাড়াও আসনটির স্বতন্ত্র প্রার্থীরা পেলেন ৮। মোঃ আজিজার রহমান বিএসি( ঢেঁকি),৯। মো সাহারিয়া খান বিপ্লব (ট্রাক),১০। বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মফিজুল হক সরকার ( ঈগল) প্রতিক।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।