ঢাকাWednesday , 21 March 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ম্যাচমেকিং কর্মশালা অনুষ্ঠিত

Link Copied!

 

গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধা সদর উপজেলার উৎপাদনকারী সংগঠনের ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে ও স্ট্রাটেজিক পার্টনারশিপ কনভিনিং এন্ড কনভিন্সিং (এসপিসিসি) প্রোগ্রাম পাথওয়ে-৩ সহযোগিতায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সাথে ম্যাচমেকিং কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়ন পরিষদের হলরুমে সদর কৃষি সমবায় সমিতির সভাপতি মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় বক্তব্য রাখেন, সাহাপাড়া ইউ’পি চেয়ারম্যান মাহাবুবুর রহমান টুলু, সদর উপজেলা সমবায় অফিসার আব্দুস সালাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের তুলশীঘাট শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান খান, ব্যাংকের অফিসার নুর আলম সরকার, জনতা ব্যাংকের অফিসার এনামুল হক, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোনছেফা খাতুন, প্রাণী সম্পদ অফিসের ডিএফএ রুহুল আমিন, গাইবান্ধা পুরান বাজার বণিক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ আলী ডালু, সাহাপাড়া গরু ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম প্রমুখ। কর্মশালার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গণ উন্নয়ন কেন্দ্রের উপজেলা কো-অর্ডিনেটর মাহফুজা খাতুন ও সুন্দরগঞ্জ উপজেলা কো-অর্ডিনেটর হারুন-অর-রশিদ। এ সময় উপজেলার বণিক সমিতি, সেবাদানকারী সংস্থা ও উৎপাদনকারী দলের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। কর্মশালায় স্বল্প সুদে কৃষি ঋণ প্রাপ্তিসহ পণ্যের ন্যায্যমূল্য ও তা বাজারজাত করণের লক্ষ্যে নতুন একটি কর্মপরিকল্পনা করা হয়। অপরদিকে, একই দিনে গাইবান্ধা সদরে উৎপাদনকারী সংগঠনের ইউনিয়ন ফেডারেশনের আয়োজনে ও স্ট্রাটেজিক পার্টনারশিপ কনভিনিং এন্ড কনভিন্সিং (এসপিসিসি) প্রোগ্রাম পাথওয়ে-৩ সহযোগিতায় উপজেলা পর্যায়ের সরকারি-বেসরকারি লবি অ্যাডভোকেসি ইস্যু বাস্তবায়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কর্মশালায় সভাপতিত্ব করেন, সাহাপাড়া কৃষি সমবায় ফেডারেশনের সভাপতি লাইজু বেগম। কর্মশালায় উপরোক্ত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।