ঢাকাTuesday , 17 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গাইবান্ধায় ঐতিহাসিক মুজিবনগর দিবসে র্র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

Link Copied!

গাইবান্ধা সদর প্রতিনিধিঃ
গাইবান্ধায় আজ ১৭ এপ্রিল মঙ্গলবার সরকারি-বেসরকারিভাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে গাইবান্ধা জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচী গ্রহণ করে। জেলা প্রশাসনের উদ্যোগে শহরে র‌্যালী ও পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গৌতম চন্দ্র পালের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এবিএম সাদিকুর রহমান, জেলা তথ্য অফিসার সাবিহা আকতার লাকী, সদর থানার অফিসার ইনচার্জ খান মো. শাহরিয়ার প্রমুখ।
এদিকে দিবসটি উপলক্ষে জেলা আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনসহ এক আলোচনা সভার আয়োজন করে।
জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট সৈয়দ-শামস-উল আলম হীরুর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হক মন্ডলসহ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ নেতৃবৃন্দের মধ্যে শহিদুল ইসলাম আবু, মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সাইফুল আলম সাকা, রেজাউল করিম রেজা, আমিনুর জামান রিংকু, শাহ সারোয়ার কবীর, সরদার মো. শাহীদ হাসান লোটন, শাহ আহসান হাবিব রাজিব, খায়রুল ইসলাম, দীপক কুমার পাল, মাহমুদা পারুল, নির্বানেন্দু বর্মণ ভাইয়া, তানজিমুল ইসলাম জামিল, মোস্তাক আহমেদ রঞ্জু, নাহিদ আহমেদ শিমুল, আব্দুল লতিফ আকন্দ প্রমুখ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।