ঢাকাWednesday , 25 August 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম জেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি শীর্ষক প্রকল্পের আওতায় ৪ কোটি ৪৫ লক্ষ টাকার  বাস্তবায়িত

Link Copied!

রুহুল আমিন রুকু, স্টাফ রিপোর্টারঃ
কুড়িগ্রাম জেলার চলতি ২০২০-২১ অর্থ বছরে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় ৪ কোটি ৪৪ লক্ষ ৯৮ হাজার ৭’শ টাকা ব্যয়ে বিভিন্ন মৎস্য উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়েছে। এই প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক পুকুর ৮টি, বরোপিট পুনঃখনন ২৩টি ও বিল ১০টি পুনঃখনন করা হয়েছে। কুড়িগ্রাম সদর উপজেলায় ১১ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে বাণিজ্যের বাড়ি হতে বিহারীর বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১৪ লক্ষ ২৫ হাজার টাকা ব্যয়ে বাণিজ্যের বাড়ি হতে বিহারীর বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১৯ লক্ষ ৯৭ হাজার টাকা ব্যয়ে চৌধুরীর বাড়ি হতে আজর আলীর বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১৯ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে চৌধুরীর বাড়ি হতে আজর আলীর বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১০ লক্ষ ২২ হাজার টাকা ব্যয়ে চৌধুরীর বাড়ি হতে আজর আলীর বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৫ লক্ষ ১৪ হাজার টাকা ব্যয়ে আজগরের বাড়ি হতে মকবুলের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৮ লক্ষ ১২ হাজার টাকা ব্যয়ে রিয়াজ উদ্দিন মাস্টারের বাড়ি হতে রফিকুলের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৪ লক্ষ ৪৯ হাজার টাকা ব্যয়ে মুরাদের মসজিদ হতে আবু বক্করের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৭ লক্ষ টাকা ব্যয়ে লোকমানের বাড়ি হতে সেকেন্দারের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১৩ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে কাতলামারী ব্রিজ হতে আলমের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৬ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে কাতলামারী ব্রিজ হতে আলমের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১০ লক্ষ ৩১ হাজার টাকা ব্যয়ে গোবিন্দপুর মৌজার ওয়াবদা বাজার সংলগ্ন সফিকুলের বাড়ি হতে বদিউলের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, উলিপুর উপজেলায় ৬ লক্ষ ৫ হাজার টাকা ব্যয়ে বেগমগঞ্জ ইউনিয়নের মানিকের মোড় হতে রবিদাসের বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১০ লক্ষ ৬১ হাজার টাকা ব্যয়ে বেগমগঞ্জ ইউনিয়নের বিষন্নদের বাড়ী হতে আকবরের বাড়ি পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৭ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে বেগমগঞ্জ ইউনিয়নের কয়সরের বাড়ী হতে আসাদুলের বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৫ লক্ষ ৫৭ হাজার টাকা ব্যয়ে বেগমগঞ্জ ইউনিয়নের আসাদ আলীর বাড়ী হতে পেনুর বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১৪ লক্ষ টাকা ব্যয়ে মজিদ ড. এর বাড়ী হতে শাহার আলীর বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১৫ লক্ষ ৩০ হাজার টাকা ব্যয়ে শাহার আলীর বাড়ী হতে বশির উদ্দিনের বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৭ লক্ষ ৫৮ হাজার টাকা ব্যয়ে শাহার আলীর বাড়ী হতে বশির উদ্দিনের বাড়ী (রশির উদ্দিনের বাড়ী হতে নুরুলের ঘাট পর্যন্ত) পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ১৯ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে টোপের বাজার ছড়া পুনঃখনন (অংশ-১), ১৯ লক্ষ ৬৯ হাজার টাকা ব্যয়ে টোপের বাজার ছড়া পুনঃখনন (অংশ-২), নাগেশ্বরী উপজেলায় ১৯ লক্ষ ২০ হাজার টাকা ব্যয়ে মাধাইখাল বিল নার্সারী পুকুর (১নং), নাগেশ্বরী উপজেলায় ১৯ লক্ষ ৯৫ হাজার টাকা ব্যয়ে মাধাইখাল বিল নার্সারী পুকুর (২নং), নাগেশ্বরী উপজেলায় ১৯ লক্ষ ৯৬ হাজার টাকা ব্যয়ে মাধাইখাল বিল নার্সারী পুকুর (৩নং), রাজারহাট উপজেলায় ১১ লক্ষ ৩৮ হাজার টাকা ব্যয়ে নাখেণ্দার বিল পুনঃখনন, ১৪ লক্ষ ৬৫ হাজার টাকা ব্যয়ে সাতবোন বুড়িদহ (অংশ-১), ২০ লক্ষ টাকা ব্যয়ে সাতবোন বুড়িদহ (অংশ-২), ১৪ লক্ষ টাকা ব্যয়ে সাতবোন বুড়িদহ (অংশ-৩), ১৬ লক্ষ ৭০ হাজার টাকা ব্যয়ে সাতবোন বুড়িদহ (অংশ-৪), ফুলবাড়ী উপজেলায় ১৮ লক্ষ ১২ হাজার টাকা ব্যয়ে পূর্ব ধনিরাম কসবের পুকুর হতে নুরজামালের বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন, ৯ লক্ষ ৮৬ হাজার টাকা ব্যয়ে পূর্ব ধনিরাম কসবের পুকুর হতে নুরজামালের বাড়ী পর্যন্ত পাউবো বরোপিট পুনঃখনন (অংশ-২) সহ ৮টি প্রাতিষ্ঠানিক পুকুর পুনঃসংস্কার করা হয়েছে। মোট ৪১টি প্রকল্পের মাধ্যমে ৩৫ হাজার ৯’শ ২ হেক্টর আয়তন জলাশয়ের সংস্কার কাজ বাস্তবায়ন করা হয়েছে। এতে ব্যয় হয়েছে ৪ কোটি ৪৪ লক্ষ ৯৮ হাজার ৭’শ টাকা প্রায়।
জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলায় বিভিন্ন জলাশয়ের পুনঃসংস্কার কাজ বাস্তবায়িত হওয়ায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও জলাশয়গুলোতে পানির নাব্যতা ফিরে এসেছে। এতে করে মৎস্য ও কৃষি সেক্টরে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
এব্যাপারে কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালীপদ রায় জানায়, জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি (২য় সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কুড়িগ্রাম জেলায় ৮টি প্রাতিষ্ঠানিক পুকুর ২৩টি বরোপিট ও ১০টি বিল পুনঃসংস্কার হওয়ায় কুড়িগ্রাম জেলায় মৎস্য সেক্টরে বৈপ্লবিক পরিবর্তন আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদুর প্রসারী পরিকল্পনার মাধ্যমে মৎস্য সেক্টরে ব্যাপক উন্নয়ন কাজ বাস্তবায়িত হচ্ছে। মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রণালয়ের আওতায় সারাদেশে মৎস্য সেক্টরের কর্মকর্তা-কর্মচারীরা মৎস্য সেক্টরের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।