ঢাকাWednesday , 26 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে মাদক ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত 

Link Copied!

রুহুল আমিন (রুকু)কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ॥ সারা দেশের নেয়  বুধবার ২৬ জুন কুড়িগ্রামে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা অফিসের আয়োজনে দিবসটি উপলক্ষে  বুধবার ২৬ জুন কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয় হতে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষার্থী ও  বিভিন্ন শ্রেণি পেশাজীবী মানুষের অংশগ্রহণে এক মাদক বিরোধী র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ে এসে র‌্যালীটি শেষ হয়। পরে কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে স্বপ্নপুরী মিলনায়তনে দিবসটি উদযাপন উপলক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান এর সভাপতিত্বে মাদক বিরোধী গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মাদক বিরোধী মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুড়িগ্রাম জেলা অফিসের সহকারী পরিচালক মোঃ আবু জাফর এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছাঃ সুলতানা পারভীন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রামের নবাগত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম, বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২২ এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ জামাল হোসেন, সিভিল সার্জন ডাঃ এস এম আমিনুল ইসলাম, পি পি আব্রাহাম লিংকন, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু। অনুষ্ঠানে উপস্থিত থেকে আরো বক্তব্য রাখেন কুড়িগ্রাম জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ শহিদুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান মোঃ কাজিউল ইসলাম। মাদক বিরোধী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানের শেষ লগ্নে কুড়িগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাশেদুজ্জামান বাবুর নেতৃত্বে দিবসটি উদযাপন উপলক্ষে তার দল মাদক বিরোধী জনসচেতনতা মুলক নাটক ও সংগীত পরিবেশন করে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।