ঢাকাWednesday , 16 January 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে কৃষকদের ভরসা ইউনিয়ন বীজ ব্যাংক

Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধি ঃ
কুড়িগ্রামে জনপ্রিয় হয়ে উঠেছে ইউনিয়ন বীজ ব্যাংক। বিভিন্ন প্রতিবন্ধকতা সহনশীল জাতের বীজধান বিনা পয়সায় নিতে পেরে খুশি কৃষকরা। ২০১৫ সালে সদর উপজেলার হলোখানা ইউনিয়নে এলাকার কয়েকজন কৃষক-কৃষাণীকে বন্যা সহনশীল ব্রিধান-৫১ ও বিনাধান-১১ সরবরাহ করে বেসরকারি প্রতিষ্ঠান ইকো সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এর হোয়্যার দ্য রেইন ফলস প্রকল্প। দুই কেজি করে বীজধান দেয়া হয়েছিল কৃষকদের। সেই সব কৃষক পরে ৪ কেজি করে বীজধান ফেরৎ প্রদান করে। সেই বীজ সংরÿণ করা হয় ইউনিয়ন পরিষদের গোডাউনে। এভাবে বর্তমানে ৪শ’ জন কৃষক ৮শ’ কেজি ধান সংরÿণ করেছেন। যা বোরো মৌসুমে দরিদ্র কৃষকের কাজে লাগবে। এই বীজধান সংরÿণ উপলÿে হলোখানা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে মঙ্গলবার আয়োজন করা হয় দিনব্যাপি ইউনিয়ন বীজ মেলার। মেলায় সরকারি ও বেসরকারি বিভিন্ন বীজ সরবরাহ প্রতিষ্ঠানের ৭টি স্টল তাদের বিভিন্ন বীজ সম্ভার প্রদর্শন করে। মেলার উদ্বোধন করেন কুড়িগ্রাম কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক ড: মো¯Íাফিজুর রহমান প্রধান। এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন রংপুর বিনা’র প্রতিনিধি তানজিলুর রহমান, ব্রি’র প্রতিনিধি আবু বকর সিদ্দিক, সদর উপজেলা কৃষি অফিসার ষষ্ঠি চন্দ্র রায়, হলোখানা ইউপি চেয়ারম্যান উমর ফারুক প্রমুখ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।