ঢাকাWednesday , 16 October 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রাম কে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়াই আমাদের লক্ষ্য ট্রেন উদ্বোধনকালে -প্রধানমন্ত্রী 

Link Copied!

রুহুল আমিন(কুড়িগ্রাম)জেলাপ্রতিনিধিঃ
কুড়িগ্রামকে উন্নয়নের দিকে এগিয়ে নেয়াই আমাদের লক্ষ্য। উত্তরাঞ্চলে যতটুকু উন্নয়ন হয়েছে তা আওয়ামীলীগ সরকার করেছে। কুড়িগ্রামের বেকার সমস্যা নিরসনে অর্থনৈতিক অঞ্চল এবং কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।” ১৬ অক্টোবর সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেন ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’র উদ্বোধনী অনুষ্ঠানে উপরোক্ত কথাগুলো বলেন-প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উৎসুক জনগণের উপস্থিতি ছিল চোখে পড়ার মত।  বুধবার সকাল সাড়ে ১১টায় কুড়িগ্রাম নতুন রেল স্টেশন চত্ত্বরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ট্রেনটি উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-রেল মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম-৪ আসনের এমপি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম-১ আসনের আসলাম সওদাগর এবং কুড়িগ্রাম-৩ আসনের এমপি অধ্যক্ষ এম.এ মতিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন-কুড়িগ্রাম জেলা প্রশাসক সুলতানা পারভীন। অনুষ্ঠান চলাকালীন প্রধানমন্ত্রীকে ভাওয়াইয়া গান ‘ওকি গাড়িয়াল ভাই, হাকাও গাড়ি তুল চিলমারী বন্দরে’ গানটি পরিবেশন করা হয়। ট্রেনটি কুড়িগ্রাম থেকে ঢাকা যাত্রাকালীন ৬৫৭টি আসন এবং ঢাকা থেকে কুড়িগ্রাম ফেরার পথে ৬৩৮টি আসন থাকবে। এরমধ্যে শোভন চেয়ার ৫১০ টাকা, এসি চেয়ার ৯৭২ টাকা, এসি সিট ১১৬৮ টাকা এবং এসি বাথ ১৮০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। কুড়িগ্রাম এক্সপ্রেসের বাণিজ্যিকভাবে কার্যক্রম শুরু হবে ১৭ অক্টোবর থেকে। উল্লেখ্য, কুড়িগ্রামে আন্তঃনগর ট্রেনটি চালুর দাবি জানিয়ে আসছিল বিভিন্ন সামাজিক সংগঠন। সম্প্রতি কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ কুড়িগ্রামবাসীর যাতায়াত সুবিধার জন্য সংসদে বিষয়টি উত্থাপন করেন এবং একটি আন্তঃনগর ট্রেন সার্ভিস বরাদ্দের জন্য প্রানমন্ত্রীর নিকট জোর দাবি জানান। এরই প্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি আন্তঃনগর ট্রেন বরাদ্দ দেন। ট্রেনটি চালু হওয়ায় কুড়িগ্রাম-টু ঢাকা যাতায়াত ব্যবস্থার আমুল পরিবর্তন ঘটবে বলে অভিমত অভিজ্ঞ মহলের।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।