ঢাকাThursday , 9 April 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামের মোগলবাসা নয়ারহাটে করোনা পরিস্থিতি মানছেনা সামাজিক দূরত্ব ও জনসমাগম

Link Copied!

কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃ
সরকারি নিষেধাজ্ঞা তোয়াক্কা না করে প্রাণঘাতী করোনা ভাইরাসে আতঙ্ক দেশ এই মুহূর্তে চলছে  চায়ের দোকানে বাজারে জমজমাট ভির সচেতনতা করা হলেও তা যেন মানছে না। চায়ের দোকান   বিভিন্ন পণ্য সামগ্রীর মালিকগণসহ সহ সাধারন জনগন। জানা গেছে, কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের ধরলা নদীর অবহিত  চর কৃষ্ণপুর গ্রামের বল্টুর মোড় ও চড়সিতাইঝাড় নয়ারহাটে ৮ এপ্রিল বুধবার বিকেল সাড়ে ৫ টায় লক্ষ্য করা গেছে জনসমাগম  সামাজিক দূরত্ব ও নেই মাস্ক ব্যবহার বিভিন্ন দোকানপাট, কাঁচা বাজার ও মাছ বাজারে উপচে পড়া ভিড়। অহেতুক ঘোরাফেরা । অনেকের নেশা অহেতুক বাজারে চলাফেরা নিত্যদিন। ঔষধ ফার্মেসী গুলোতে সামাজিক দূরত্ব নেই তাছাড়া অভিযোগ রয়েছে।  মানব সেবা ফার্মেসিতে ঝুঁকিপূর্ণ চিকিৎসা ও পশু চিকিৎসা করাসহ ঔষধ বিক্রয় করা হয় চড়া মূল্যে বিভিন্ন কোম্পানির।  তাছাড়াও হোমিও চিকিৎসা  সহ ঔষধ বিক্রয় করা হয়। ওষুধ বিক্রির অন্তরালে চিকিৎসা সেবা প্রদান করা হয়। যাহা আইনবহির্ভূত এলাকায় সংশ্লিষ্ট প্রশাসনের  তৎপরতা  নেই। স্থানীয় চোকিদার  আব্দুস সালাম  বাজারে  নিষেধাজ্ঞা করল  তাকেও তোয়াক্কা করে না। নয়ারহাট বাজার সমিতির ৮ এপ্রিল বুধবার  সকালে মাইকিং করে সরকারি নির্দেশনা মেনে চলার ঘোষণা করা হয়েছে।  স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান বাবলু ব্যাপক সচেতন পরামর্শ প্রদান করল তা কেউ তোয়াক্কা করছে না এ হাট বাজারে। সচেতন মহল বিষয়টি উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের জন্য আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।