ঢাকাSunday , 23 December 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন

Link Copied!

গৌতম চন্দ্র বর্মন ঠাকুরগাঁও প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন  অনুষ্ঠিত হওয়ার লক্ষ্যে ২৩ ডিসেম্বর সকাল ১১ টায় ঠাকুরগাঁও সরকারি কলেজে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট আগারগাঁও,ঢাকা এর আয়োজনে সদর উপজেলা নির্বাচনী কার্যালয়,ঠাকুরগাঁও এর বাস্তবায়নে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।২৩, ২৪ ও ২৬ ডিসেম্বর (৩) দিনব্যাপী ভোটগ্রহণকারী কর্মকর্তাদের ভোট গ্রহণ সম্পর্কিত প্রশিক্ষণ প্রদান করা হবে।প্রশিক্ষণার্থীদের সংখ্যা জানতে চাইলে জেলা নির্বাচন অফিসার জিলহাজউদ্দীন জানান, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনে প্রিজাইডিং অফিসার-১৭৫  জন, সহকারি প্রিজাইডিং অফিসার ৭৭৭ জন, পুলিং অফিসার ১৫৫৪ জন প্রশিক্ষণ প্রদান করা হবে।প্রিজাইডিং ও সহকারি প্রিজাইডিং ৩১৫ জন ও পোলিং অফিসার ৫৬০ জন প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে। ভোটগ্রহণকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে ,জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম ও জেলা পুলিশ সুপার, মোহা: মনিরুজ্জামান বক্তব্য রাখেন। এ সময় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক ড.কে এম কামরুজ্জামান সেলিম বলেন, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে আপনাদের সর্বাত্মক সহযোগীতা প্রদান করা হবে। সেই সাথে অন্য পক্ষের সাথে কোন প্রকার যোগাযোগ থেকে বিরত থাকতে হবে। এর অন্যথা হলে আপনারা বিপদের সম্মুখীন হবেন। এ সময় জেলা পুলিশ সুপার মোহাম্মদ মনিরুজ্জামান বলেন, ঠাকুরগাঁও একাসনে ১৭৫ টি কেন্দ্রের  ৫ টি সাধারণ কেন্দ্র এবং ১৭০ টি কেন্দ্র গুরুত্বপূর্ণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করতে এবং আপনাদেরকে সুরক্ষা রাখার প্রত্যয় নিয়ে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে র্যাব, সেনাবাহিনী, বিজিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনী এলাকায় থাকবে।এছাড়া ২/৩ টি ইউনিয়ন মিলে একটি মোবাইল টিম অবস্থান করবে।এ সময় আরো উপস্থিত ছিলেন, সহকারি রিটার্নিং অফিসার ও সদর উপজেলা নির্বাহী অফিসার, আব্দুল্লাহ আল মামুন, জেলা নির্বাচন অফিসার জিলহাজউদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার রেজাউল ইসলাম প্রমুখ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।