ঢাকাThursday , 1 December 2022
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

উলিপুরে বাবার লাশ বাড়ীতে রেখে এইচএসসি পরীক্ষায় অংশ নেন লিপি

Link Copied!

রুহুল আমিন রুকু, স্টাফ রিপোর্টারঃ
আত্মীয় স্বজনদের কান্নায় ভারি হয়ে গেছে বাড়ীর চারপাশ। শোকে বিহ্বল স্বজনেরা নিচ্ছেন লাশ দাফনের প্রস্তুতি। সব পরীক্ষার্থীরা যখন বাবা-মায়ের দোয়া নিয়ে পরীক্ষা দিতে আসে ঠিক সেই সময় বাড়ীতে বাবার লাশ রেখে এইচএসসি পরীক্ষা দিতে কেন্দ্রে এসেছে লিপি আক্তার। এমন পরিস্থিতির মোকাবেলার জন্য কখনও প্রস্তুত ছিলোনা সে।
কুড়িগ্রামের উলিপুরে বজরা এল.কে. আমিন ডিগ্রী কলেজের এইচএসসি পরীক্ষার্থী লিপি আক্তারের বাবা নজির হোসেন (৫২) হৃদরোগে আক্রান্ত হয়ে গতকাল বুধবার সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। বাবার মৃত্যুতে মাথায় আকাশ ভেঙে পরে তার। অনিশ্চিত হয়ে পড়ে তার পরীক্ষায় অংশ নেয়া। ১ ডিসেম্বর ২০২২ ইং বৃহস্পতিবার সকাল ১১ টায় পরীক্ষা ছিল লিপির।
লিপির পরীক্ষা কেন্দ্র পড়েছে উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার আগেই চোখের জল মুছতে মুছতে ওই কেন্দ্র আসে সে। সহপাঠী, কলেজের শিক্ষক ও কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের সহযোগিতায় পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র বিষয়ে পরীক্ষায় অংশ গ্রহণ করে সে। পরীক্ষা শেষে বাড়ী ফিরলে দুপুরে তার বাবার লাশ দাফন করা হবে জানিয়েছেন পরিবারের লোকজন ।
বজরা এল.কে. আমিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ আহসান হাবীব রানা বলেন, আমরা লিপির বাবার মৃত্যুর খবর শুনে তাদের বাড়ীতে গিয়ে তাকে সান্তনা ও সাহস দিয়ে পরীক্ষা দিতে পাঠিয়েছি। কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষকদের বিষয়টি অবগত করেছি তারা সার্বক্ষণিক তার দিকে নজর রাখবেন।

উলিপুর মহারাণী স্বর্ণময়ী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব জাহাঙ্গীর আলম সরদার বলেন, আমরা লিপির বাবার মৃত্যুর বিষয়টি অবগত আছি। বাবা হারানো প্রতিটি সন্তানের জন্য খুবই কষ্টদায়ক।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।