ঢাকাWednesday , 11 April 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গোবিন্দগঞ্জে কৃষক-ভূমিহীন বাস্তহারা সমাবেশ একটি মাইল ফলক: সমাজকল্যাণ মন্ত্রী

Link Copied!

রেজুয়ান খান রিকন: বাংলাদেশের ওয়ার্কার্স পাটি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী কমরেড রাশেদ খাঁন মেনন বলেন, আজকে আপনাদের এই কৃষক-ভূমিহীন, বাস্তহারা সমাবেশ মাইল ফলক হয়ে থাকবে। আমি জানি এই সরকার প্রকৃত ভূমিহীনদের মাঝে খাস জমি বরাদ্ধ দেয়ার নির্দেশ প্রশাসনকে দিয়েছে। এরশাদ সাহেব এই অঞ্চলের মানুষের জন্য খাস জমি বরাদ্ধ দিয়ে ছিলেন। কিন্তু আজো সেই জমি ভূমিহীনেরা পাইনি। তিনি বলেন, বয়স্ক, বিধবা, প্রতিবন্ধি ভাতা প্রকৃতদের মাঝে যাচাই বাচাই করে দেয়ার নির্দেশ দেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তাদের। এই সরকার গরিব মানুষের জন্য সাড়ে ৩ হাজার কোটি টাকা টাকা বরাদ্ধ দিয়েছে। যদি প্রকৃত বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধিদের তালিকা তৈয়ার করতে স্থানীয় জন প্রতিনিধিরা ২ হাজার থেকে ৩ হাজার টাকা ঘুষ নেয়, এই টাকা উদ্ধার করে তাদেরকে ফেরৎ দেয়ার জন্য প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। জলাশয় নিয়ে বড়লোকদের হস্তক্ষেপ না নিয়ে প্রকৃত জেলেদের জলাশয় দেয়ার ব্যবস্থা নিতে হবে। তিনি আরো বলেন, আপনারা জানেন, বিএনপি, জামায়াত জোট নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতির দায়ে আজ জেলে গিয়েছে। ২০১৪ সালের ৫ জানুয়ারীর নির্বাচনে বিএনপি জামায়াত জোট কি ভাবে মানুষ হত্যা করেছে। আপনাদের এই গাইবান্ধায় তারা পুলিশ হত্যা করেছে, আগুনে পুড়িয়ে মানুষ হত্যা করেছে। সমাজ কল্যাণ মন্ত্রী কমরেড রাশেদ খাঁন মেনন বলেন, আপনাদেরকে আরো ঐক্যবদ্ধ হতে হবে। সমাজ কল্যাণ মন্ত্রী কমরেড রাশেদ খাঁন মেনন বুধবার সকাল ৬ টায় নিজ বাসভবন ৪ নং মিন্টু রোড থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর উদ্দেশ্যে রওনা দেন। বিমান বন্দর থেকে সৈয়দপুর বিমান বন্দরে সোয়া ৮ টায় এসে পৌছেন। সেখান থেকে পৌনে ৯ টায় মন্ত্রী গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার উদ্দেশ্যে রওনা হন। দুপুর ১ টায় গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া ইউনিয়নের কাঁচেরচর বাজারে সমাজ কল্যাণ মন্ত্রী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের ভিস্তি প্রস্তর স্থাপন করেন। বিকাল ৩ টায় গোবিন্দগঞ্জ উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে কৃষক-ভূমিহীন ও বাস্তহারা সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি ও সমাজ কল্যাণ মন্ত্রী জননেতা কমরেড রাশেদ খাঁন মেনন প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন। জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সাধারণ সম্পাদক প্রখ্যাত কৃষক নেতা কমরেড আমিনুল ইসলাম গোলাপ এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, হাবিবুর রহমান সহ-সাধারণ সম্পাদক জাতীয় কৃষক সমিতি কেন্দ্রীয় কমিটি, মোকাদ্দেস আহম্মেদ বুলবুল, সভাপতি, জাতীয় কৃষক সমিতি, গাইবান্ধা জেলা শাখা, শ্রী প্রণব চৌধুরী, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ওয়ার্কার্স পাটি গাইবান্ধা জেলা শাখা, তৌহিদুর রহমান তৌহিদ, সহ-সভাপতি যুবমৈত্রী কেন্দ্রীয় কমিটি, এম এ মতিন মোল্লা সম্পাদক ওয়ার্কার্স পাটি গোবিন্দগঞ্জ উপজেলা শাখা, সভাপতি, মাসুদুর রহমান মাসুদ, সভাপতি যুবমৈত্রী গাইবান্ধা জেলা শাখা, শ্রী মিলন কান্তি সরকার, সম্পাদক ওয়ার্কার্স পাটি, সাঘাটা উপজেলা শাখা, রবিউল আউওয়াল বিএসসি, সভাপতি, রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক, জাতীয় কৃষক সমিতি, গোবিন্দগঞ্জ উপজেলা শাখা। সমাবেশটি সঞ্চালনা করেন আশরাফুল ইসলাম সভাপতি যুবমৈত্রী গোবিন্দগঞ্জ উপজেলা শাখা।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।