ঢাকাFriday , 23 March 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

গিদারীর অগ্নিকান্ডে অগ্নিদগ্ধ ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে গাইবান্ধা জেলা যুবলীগ

Link Copied!

ওয়াহেদুজ্জামান : গাইবান্ধা সদর উপজেলায় গিদারী ইউপির  বসতবাড়িতে অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের ২৩ মার্চ ৫:০০ ঘটিকায় অগ্নিদগ্ধ পরিবারের মাঝে  ত্রান বিতরন করা হয়।  এসময় উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা যুবলীগের সাধারন সম্পাদক, শাহ্ আহসান হাবিব রাজিব, গিদারী ইউপি চেয়ারম্যান, হারুন অর রশিদ (ইদু), সাবেক সাংগঠনিক সম্পাদক, রেজাউল করিম ভুট্ট, সদর উপজেলা  যুবলীগের যুগ্ম আহবায়ক, হারুন-অর রশিদ হারুন, জেলা যুবলীগ সদস্য, খন্দকার তানভীর রায়হান তুহিন, শহরশাখার যুগ্ম আহবায়ক, আশরাফুল ইসলাম পলাশ,  জাতীয় শ্রমিকলীগ, ঘাগোয়া ইউনিয়ন শাখার,  সভাপতি, শহিদুজ্জামান শাহীন    , ১নং ওয়ার্ড সদস্য, মোকলেছুর রহমান (মিঠু), যুবলীগের বিভিন্ন ইউনিয়নেরর নেতৃবৃন্দ। অগ্নিদগ্ধে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারের মাঝে   ৩০ কেজি চাউল, সবজি, সয়াবিন তেল, শাড়ী,লুঙ্গি বিতরন করেন। ক্ষতিগ্রস্ত পরিবারের উদ্দেশ্যে যুবলীগ সাধারন সম্পাদক  বলেন,  আপনাদের এ দূর্ঘটনা খবর পাওয়া মাত্রই, জেলা ডিসি, এসপি, ইউএনও কে নির্দেশ করেন ও সহযোগিতার হাত বাড়াতে বলেন, গণমানুষের নয়নের মণি, জননেত্রী মাহাবুব-আরা বেগম। গাইবান্ধা জেলা যুবলীগ আপনাদের পাশে আছে থাকবে।  যতটুকু সম্ভব আমরা সহযোগিতা করছি, প্রয়োজনে আগামী দিনে করবেন হবে বলে জানান  এবং অনাকাংঙ্খিত ঘটোনার জন্য দুঃখ প্রকাশ করে সকলকে ধৈর্যধারন  করার  আহবান করেন তিনি। তিনি আরো বলেন,  গাইবান্ধা ২ আসনের সংসদ,সংসদীয়  হুইপ মাহাবুব-আরা  বেগম গিনি, গাইবান্ধায় অনুপস্থিত থাকার কারনে আপনাদের পাশে উপস্থিত হতে পারেন নাই,  আমরা তাকে অবগত করাবো এবং আপনাদের অসহায়ত্বের কথা নেত্রীকে  জানাবো তিনি অবশ্যই আপনাদের পাশে অবশ্যই দাড়াবেন ও  সহযোগিতা করবেন।  উল্লেখ্য যে গত রবিবার ১৮ মার্চ রাত্রিবেলা ৮:৩০  দিকে গিদারী ইউনিয়নের, উত্তর গিদারী  পোড়ারভিটা গ্রামে  অগ্নিকান্ডে  ১৩টি পরিবারের ১৭টি ঘর, নগদ ১লক্ষ  টাকা, গৃহপালিত পশু, অটোভ্যান, বাই-সাইকেল সহ প্রায় ১২ লক্ষাধিক টাকার মালামাল অগ্নিদগ্ধে ভষ্মিভূত হয়। হয়।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।