ঢাকাSaturday , 15 February 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে বিষে প্রাণ গেল ১৮ হাঁসের

Link Copied!

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বোরো ক্ষেতে বিষ প্রয়োগে ১৮টি হাঁস হত্যা করার অভিযোগ উঠেছে । ঘটনাটি ঘটেছে  (১৪  ফেব্রুয়ারি) শুক্রবার বিকেল ৫টার দিকে কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বাগচীর খামার গ্রামে। এ ব্যাপারে  উলিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তি নুরল হক। জানা গেছে ঐ গ্রামের নুরুল হকের ৪টি তার মা কাচুয়ানী বেওয়ার ৪টি ও অন্যদের ১০টিসহ ১৮টি হাঁস  বিকেলে প্রতিবেশী নজুমিয়ার সদ্য লাগানো বোরো ক্ষেতে যায় । সেখানে  নজুমিয়া হাঁসের অত্যাচারে অতিষ্ঠ হয়ে চারা রক্ষায় আগে থেকেই  বিষ প্রয়োগ করে রেখেছিল বলে অভিযোগ করেন নুরুল হক। হাঁসগুলো ঐ ক্ষেতে যাওয়ার কিছুক্ষনের মধ্যে বিষের প্রতিক্রিয়ায়  মৃত্যুর কোলে ঢলে পড়ে। এ খবর  জানাজানি  হলে ক্ষতিগ্রস্তদের মাঝে তোলপাড় শুরু হয়। হাঁসগুলো মৃত অবস্থায় থানায় নেয়া হলেও  ময়নাতদন্তের ব্যাপারে  কোন ব্যবস্থা নেয়া হয়েছে কিনা তা জানা যায়নি। নজু মিয়া জানান চড়া মূল্যে কিষান নিয়ে বোরো রোপণ করার পর থেকে  বিভিন্ন জনের হাঁস নানা ভাবে বোরোর ক্ষতি করে আসছিল। কোন নিষেধ না মানায় আগেই সকলকে বলে বিষ প্রয়োগ করি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।