ঢাকাWednesday , 1 May 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি আসন্ন রোজার মধ্যেই পরিশোধ করা হবে,, বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বস্ত্র ও পাট মন্ত্রী

Link Copied!

কে.এইচ.নজরুল ইসলাম,নরসিংদীঃনরসিংদীতে পরিদর্শনে  বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, রাষ্ট্রায়ত্ত পাটকলগুলোর লোকসানের কারণ খতিয়ে দেখে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার চেষ্টা চালানো হচ্ছে।মঙ্গলবার(৩০এপ্রিল) দুপুরে দেশের অন্যতম বৃহৎ নরসিংদীর ইউনাইটেড মেঘনা চাঁদপুর (ইউএমসি) জুটমিল পরিদর্শনকালে সাংবাদিকদের একথা জানান তিনি।মন্ত্রী জানান, পাটকল শ্রমিকদের বকেয়া মজুরি আসন্ন রোজার মধ্যেই পরিশোধ করা হবে।পরে মন্ত্রী নরসিংদীর সাহেপ্রতাবস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বলেন, জুটমিলগুলোর লোকসানের কারণ ও চলমান সমস্যা সমাধানের পথ বের করতেই পরিদর্শনে এসেছেন।সরকারি পাটকলগুলোতে আমাদের ভর্তুকি দিতে হচ্ছে।আর ভবিষ্যতে ভর্তুকি দিয়ে জুট মিলগুলো চালানো হবে কী না সে বিষয়ে কর্মকর্তা-কর্মচারী ও শ্রমিকদের সঙ্গে আলোচনা করা দরকার।প্রাথমিকভাবে আমরা লোকসানের বড় একটি কারণ পেয়েছি যা হচ্ছে অতিরিক্ত মজুরি কমিশন।বেসরকারি পাটকলগুলোতে একজন শ্রমিকের যে বেতন দেওয়া হয় আমরা তাঁর ২/৩ গুণ বেশি দিচ্ছি। আর বেসরকারি পাটকলগুলোর যন্ত্রপাতিও অত্যাধুনিক।তারা যেখানে চারটি মেশিনের বিপরীতে ১ জন শ্রমিককে কাজ করায় সেখানে আমাদের পুরোনো মেশিনগুলো প্রতিটিতে একজন করে শ্রমিক লাগে।আর একটি বড় কারণ হচ্ছে মৌসুমে পাট না কিনে গড় মৌসুমে অতিরিক্ত দামে পাট কেনা হয়। এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে।শ্রমিকদের ৯ দফা দাবি নিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাটকল শ্রমিকদের প্রতি আন্তরিক।গতকাল সোমবার জুটমিল ভিত্তিক বকেয়ার পরিমাণ জানতে চেয়েছেন প্রধানমন্ত্রী।আশা করছি শ্রমিকদের বকেয়া আসন্ন রমজানের মধ্যেই পরিশোধ করা হবে।আর দাবির প্রেক্ষিতে যদি সরকারি পাটকলগুলো বন্ধ করে দেয়া হয় তাহলে বেসরকারি প্রতিষ্ঠানগুলো বিশেষ সিন্ডিকেট তৈরি করবে। তা’ছাড়া শুধুমাত্র শ্রমিকদের জন্য নয় পাট ও পাট চাষীদের বাঁচিয়ে রাখতে সরকারি পাটকলগুলো সচল রাখতে হবে।এ সময় উপস্থিত ছিলেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সদস্য ও নরসিংদী সংরক্ষিত নারী আসনের সাংসদ তামান্না নুসরাত বুবলী, সচিব মো. মিজানুর রহমান, বিজেএমসির চেয়ারম্যান শাহ মোহাম্মদ নাছিম, অতিরিক্ত সচিব আবু বক্কর সিদ্দিক, নরসিংদী পৌর মেয়র মোঃ কামরুজ্জামান কামরুল, ইউএমসি জুটমিলের মহাব্যবস্থাপক (প্রকল্প প্রধান) গাজী শাহাদাৎ হোসেন প্রমূখ।এরপর মন্ত্রী নরসিংদীর সাহেপ্রতাবস্থ বাংলাদেশ তাঁত বোর্ডের ফ্যাশন ডিজাইন ইনস্টিটিউট এবং বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট পরিদর্শন করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।