ঢাকাWednesday , 20 February 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সমিল মুক্তক ছন্দে মোঃ আঃ কুদদূস’র “একুশের ভাষা”

Link Copied!

বায়ান্ন’র একুশে, দিয়েছি মোরা তাজা প্রাণ
সেদিনের রক্তাক্ত রাজপথ চির অম্লান
বায়ান্ন এনেছিল এ জাতির প্রাণে মুক্তির ধারা
ভেঙ্গেছিলাম সেদিন, জুলুমের শিকল ঘেরা।

জাতির ধমনীতে বয়েছিল স্বাধীনের চেতনা
ভাষার অপমান রুখেছে তরুণের রক্ত কনা
সেদিন বুলেটের মুখে পেতে দিয়েছি তপ্ত বুক
তবু হেরেছে ঐ হায়েনার দল, ওরা সর্বভুক।

আমার ভাই রফিক, বরকত, সালাম, জব্বার
তোমরা চির অমর। রূপ ধরে এসো বার বার,
নাশিতে সব ভাষার অপব্যবহার- অপমান।
আজও আমাদের রক্তে তোমরা চির বহমান।

নতুন প্রজম্মের চেতনায় তুমি চির মহান
এ মাটির সন্তানেরা ভুলবে না তব অবদান
একুশের স্মৃতি বাংলা মায়ের অশ্রুজল
এই জল মোদেরে শক্তি যোগাবে অনন্ত কাল।

একুশ, তুমি দিয়েছো এ জাতিকে গর্বের জীবন
শির উঁচু করে মোদেরে বাঁচতে শিখাও আমরণ
একুশ, তব গৌরব গাঁথা শুনি আজ বিশ্বময়
তোমার দ্যোতনা উদ্ভাসিত হোক চির হিরন্ময়।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।