ঢাকাWednesday , 10 January 2024
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

হ্যাট্রিক মেয়রের পর  এমপি হিসাবে শপথ করলেন আনিছুজ্জামান 

Link Copied!

ময়মনসিংহ প্রতিনিধিঃ
ময়মনসিংহ-৭ (ত্রিশাল) আসনে টানা তিনবার দলীয় মনোনোয়নের বাইরে গিয়ে পৌরসভা নির্বাচন করে জনপ্রতিনিধি হয়ে রেকর্ড গড়ার পর এবার প্রথমবারের মত জাতীয় সংসদ সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছেন সাবেক পৌর মেয়র আওয়ামী লীগের সদস্য ও উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আলহাজ্ব  এ বি এম আনিছুজ্জামান। গত ৭জানুয়ারী অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল থেকে আবারো মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে (ট্রাক) প্রতীক নিয়ে আওয়ামী লীগ দলীয় প্রার্থী হাফেজ রুহুল আমিন মাদানীকে বিপুল ভোটে পরাজিত করে জাতীয় সংসদ সদস্য হিসাবে বিজয়ী হয়েছেন তিনি।
বুধবার  বেলা সোয়া ১০টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত  এমপিদের সঙ্গে সমস্বরে স্পিকারের সঙ্গে শপথবাক্য পাঠ করেন ময়মনসিংহ-৭ ত্রিশাল আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান । শপথ অনুষ্ঠানে উপস্থিত সংসদ সদস্যের শপথ-বাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরপর তিনি শপথের কাগজে স্বাক্ষর করেন। পরবর্তী কার্যক্রম হিসেবে সাংসদদের রেজিস্ট্রারে স্বাক্ষর করেন এবং  স্পিকারের সামনে শপথ ফরমে স্বাক্ষর করেন।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের ঘাটি হিসাবে পরিচিত ময়মনসিংহ-৭ (ত্রিশাল)আসনে ১২০ কেন্দ্রের সবগুলোর ফলাফলে এ বি এম আনিছুজ্জামান (ট্রাক) পেয়েছেন ৭১ হাজার ৭৩৮ ভোট, নৌকার প্রার্থী হাফেজ মাওলানা রুহুল আমীন মাদানী পেয়েছেন ৫০ হাজার ৫৩১ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আব্দুল মজিদ (লাঙ্গল) পেয়েছেন ২ হাজার ৬৫ ভোট ও তৃণমূল বিএনপির প্রার্থী ড. আব্দুল মালেক ফরাজী (সোনালী আঁশ) পেয়েছেন ৪৮০ ভোট। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৪ হাজার ৯১৪ ভোট।
জানা গেছে, আনিছুজ্জামান ২০১১ সালে আওয়ামী লীগের সমর্থন নিয়ে প্রথমবার মেয়র নির্বাচিত হন। পরে ২০১৫ সালের পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে নৌকার প্রার্থী জাহিদুল ইসলাম সরকার জুয়েলকে হারিয়ে জয়ী হন। এরপর ২০২১ সালে নৌকার প্রার্থী নবী নেওয়াজ সরকারকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে হ্যাট্রিক করেন। ত্রিশাল পৌরসভায় আনিসুজ্জামানের টানা বারের দায়িত্ব পালনে পৌর এলাকার ব্যাপক উন্নয়ন আর মানুষের সাথে সভ্য আচরণ, বিপদে আপদে পাশে থাকায় আনিসুজ্জামানের মানবিকতায় মুগ্ধ সাধারণ মানুষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাকে এমপি হিসাবে নির্বাচিত করেন। সাধারণ মানুষের প্রত্যাশা পৌর এলাকার মত সারা ত্রিশালে আলহাজ্ব এবিএম আনিসুজ্জামান আনিছ এর মেধায় উন্নয়নে এগিয়ে যাবে উপজেলা।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।