ঢাকাFriday , 24 May 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

হালকা বৃষ্টিতে কমলগঞ্জ পৌর এলাকায় জলাবদ্ধতা।

Link Copied!

মোঃ মালিক মিয়া কমলগঞ্জ প্রতিনিধি,,
মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ১ নং ওয়ার্ড গোপালনগর নাগড়া যুদ্ধাপুর আংশিক করিমপুর নিয়ে ১নং ওয়ার্ডের সিমানা। মৌলভীবাজার জেলা সড়কের দুই পাশে এই ওয়ার্ডের অবস্থান।
 আজ ২৪ তারিখ রোজ শুক্রবার দুপুরের দিকে সরেজমিনে গিয়ে দেখা যায়। গতকালের বৃষ্টির কারণে ওই ওয়ার্ডবাসীর অনেকের ধানি জমি মাছের পুকুর বাড়ির আঙ্গিনায় ফুট দেড় ফিট পানির নিচে রয়েছে। এ ওয়ার্ডের  নাগড়া গ্রামের মুছলিম মিয়া,বাবুল মালাকার, রঞ্জিত মালাকার, রামা মালাকার, সাত্তার মিয়া, পারভেজ মিয়ার ধানি জমি ও ধানি ছারা পানির দেড়-দুই ফিট নিচে তলিয়ে গেছে।  করিমপুর এলাকার খেয়া ঘাট নামক স্থানে বাড়িঘরের আঙ্গিনা সহ ধানের ছারা অনেক বাড়ির রাস্তা ঘাট পানির নিচে রয়েছে। যুদ্ধাপুর এলাকার মুদি দোকানি ওয়াহিদ মিয়ার বাড়ির নিকটে পৌর কর্তৃপক্ষ থেকে দেওয়া রাস্তায় রিং কালভার্ট ও পুরসভার ঢালাই কৃত আর সিসি রাস্তার উপর দিয়ে পানি নিষ্কাশন হচ্ছে।স্থানীয়দের সাথে কথা বলে জানা যায় পৌর কর্তৃপক্ষের কর্তৃপক্ষ থেকে পানি নিষ্কাশনের কোন ব্যবস্থা এ এলাকায় না থাকায় এমন দুর্ভোগ। অথচ নিয়মিত পৌরকর সহ অন্যান্য যাবতীয় পাওনা ঠিকই কর্তৃপক্ষ আদায় করে নিচ্ছে। কিন্তু এ ওয়ার্ড  কোন ধরনের নাগরিক সুবিধার প্রতি পৌর কর্তৃপক্ষের কোন নজর নেই এমন অবস্থায় অএ
ওয়ার্ডের  এ অঞ্চলের সকল মানুষের বাড়ি ঘরে বসবাস অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। তাই উল্লেখিত সমস্যাগুলি সমাধানের জন্য পৌর কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে গেলে। স্থানীয় কাউন্সিলর দেওয়ান আব্দুর রহিম মুহিন বলেন, উক্ত স্থানে ড্রেনের কোন ব্যবস্থা না থাকায়। এই সমস্যার সৃষ্টি হয়েছে, তিনি আরো বলেন ব্যক্তিগত খাল পথে তিনি পানি নিষ্কাশনের ব্যবস্থা করে দিয়েছেন। উক্ত স্থানে ড্রেইন নির্মাণের জন্য পৌরসভার মেয়র জুয়েল মহোদয় সহ সংশ্লিষ্ট সকলের প্রতি জোর দাবি জানিয়েছেন স্থানীয় ভুক্তভোগী ক্ষতিগ্রস্তরা

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।