ঢাকাFriday , 9 July 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

Link Copied!

রেজুয়ান খান রিকন, গাজীপুর: বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের লক্ষ্মীপুরা এলাকায় স্টাইল ক্রাফট লিমিটেড নামে একটি পোশাক কারখানার শ্রমিক-কর্মচারীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল পৌনে ১০টার দিকে শ্রমিকরা এ বিক্ষোভ শুরু করেন।

শ্রমিকেরা জানান, তিন বছরের ওভারটাইমসহ গত বছরের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। কর্তৃপক্ষ বেশ কয়েকবার পরিশোধের কথা বলে এড়িয়ে যাচ্ছে। করোনার এ সময়ে বাধ্য হয়ে তারা বিক্ষোভে নেমেছেন।

এ বিষয়ে গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর বলেন, ‘ওই কারখানার শ্রমিকরা বৃহস্পতিবার সকালে কাজে যোগদান করেন। সকাল পৌনে ১০টার দিকে কিছু শ্রমিক বকেয়া বেতনের দাবিতে কারখানার ভেতরেই বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাদের সঙ্গে অন্যরাও যোগ দেন। পরে তারা জয়দেবপুর-ঢাকা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় থেমে থেমে যানবাহন চলাচল করে। পরে দুপুর ১২টার দিকে শিল্প পুলিশসহ কারখানা কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের অনুরোধ করলে তারা কারখানা সীমানার ভেতরে চলে যান।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কারখানার এক কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ‘মালিকপক্ষ ১৫ জুলাই বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিয়েছেন। কারখানার ছয়-সাত জন কর্মচারীর কয়েক মাসের বেতন বকেয়া রয়েছে। ৭ জুলাই পরিশোধের থাকলেও করোনাভাইরাসের কারণে তা সম্ভব হয়নি। পরে ১৫ জুলাই তাদের বকেয়া পরিশোধের আশ্বাস দিলেও তারা তা না মেনে বিক্ষোভ শুরু করেন এবং সড়ক অবরোধ করেন।’

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।