ঢাকাTuesday , 7 September 2021
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

“সেতুর স্মৃতি”

Link Copied!

“সেতুর স্মৃতি”

কবি: হরপ্রসাদ হালদার

আমাদের বয়সে আমরা দেখেছি
খেয়ানৌকা আর ফেরি।
সেই সব নদীতে হয়েছে সেতু,
চলছে এখন গাড়ি।
পদ্মা সেতু যমুনা সেতু,
বয়ে যায় সু-প্রীতি।
হাসিনা সরকার করিল চমৎকার,
দেখাল এ মধুর স্মৃতি।
কত নদী আর কত সেতু,
সোনার বাংলা ঘেরা।
বিশ্বমাঝে নদী আর সেতুতে,
আমাদের দেশটি সেরা।
পদ্মা সেতু তৈরিতে আজ,
নেইতো কিছু বাকি।
জাতির পিতার স্বপ্ন পূরণে,
সকল বাঙালি লাকি।
যাতায়াতে আর মাঝপথে কভু,
হবেনা কোন দেরি।
রমণীর রান্না খেয়ে যাব ঢাকা,
দিনেই ফিরব বাড়ি।
ধন্য বলি তারে আমি যে বা যারা,
প্রিয় পদ্মাসেতুর ছিল কারিগর।
কত কৌশল আর কত শ্রম দিয়ে,
সেতুটি দিয়েছে উপহার।
হাওয়া খেতে আর পরিবেশ দেখতে,
সেতুর ওপর প্রতিদিন বিকেলে যাই।
নদীর উপরে সেতুর স্মৃতি,
তুলনা তার নাই।
বঙ্গমাতা বঙ্গপিতা,
বঙ্গ সুখের সেতু।
এত মধুর আর এত সুখ যেন,
চির বসন্ত ঋতু।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।