ঢাকাSunday , 26 May 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সান্তাহার জংশনে যে ট্রেন দাঁড়ায়না আমরা সে ট্রেন দেখিনা  

Link Copied!

আতিকুর হাসান, আদমদীঘি, প্রতিনিধিঃপশ্চিম বগুড়ার আদমদীঘি উপজেলার সবচেয়ে  প্রাচীন ও ব্রিটিশ আমলে নির্মিত সান্তাহার রেলওয়ে জংশন। বর্তমান রেলমন্ত্রী পঞ্চগড় থেকে ঢাকাগামী একটি নতুন পঞ্চগড় হিমালয় আন্তঃনগর এক্সপ্রেস নামে নতুন ট্রেন চালু করেছেন।সেই ট্রেনটি সান্তাহারের মত একটি প্রাচীন ও বৃহত্তম ঐতিহ্যবাহি জংশনে কোন যাত্রা বিরতি দেননি।অথচ তার এলাকায় তিনটি জংশনে ট্রেনটির যাত্রা বিরতি তিনি দিয়েছেন।এর ই প্রতিবাদে সান্তাহারের সর্ব স্তরের মানুষ উক্ত এলাকার সাবেক সংসদ সদস্য আলহাজ্ব কছিম উদ্দিন আহমেদকে ট্রেন যাত্রা বিরতির যুগ্ন আহবায়ক করে একটি কমিটি গঠন করে।উক্ত কমিটির সদস্যরা ও সান্তাহারের সর্বস্তরের জনগন প্রথম ধাপে উক্ত জংশনে ট্রেন যাত্রা বিরতির জন্য বিভিন্ন কর্মসূচি পালন করেন।মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গভবন থেকে ট্রেনযাত্রার শুভ উদ্ধোধন করেন।এর পর শনিবার ট্রেনটি পঞ্চগড় থেকে ঢাকার দিকে প্রথম যাত্রা শুরু করে।এ দিন বিকেল ৪ টায় ট্রেনটি বিরতিহীন হিসেবে সান্তাহার জংশনের উপর দিয়ে ঢাকার দিকে রওনা হয়।এই সময় ট্রেন যাত্রা বিরতি আন্দোলন কারি কমিটির সদস্যরা সান্তাহার ৩ নং প্লাট ফর্মে উপস্থিত হয়ে চোখে কাল কাপড় দিয়ে সমবিত কণ্ঠে বলতে থাকে যে ট্রেন সান্তাহারে যে ট্রেন দাঁড়ায়না,,আমরা সে ট্রেন
> দেখিনা এ সময় বক্তব্য রাখেন যাত্রা বিরতি বাস্তবায়ন কমিটির যুগ্ন আহবায়ক সাজেদুল ইসলাম চম্পা, সান্তাহার পৌর আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম,  সান্তাহার পৌরসভার প্যালেন মেয়র জার্জিস আলম রতন, সাংবাদিক খায়রুল ইসলাম, সাবেক পৌর মেয়র ফিরোজ মো:কামরুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নিসরুল হামিদ ফুতু,প্রভাষক রবিউল ইসলাম রবিন, আদমদীঘি থানা যুবদলের সভাপতি মাহাফুজুল হক টিকন, পৌর যুবদলের সভাপতি মামুনুর রশিদ মামুন, আওয়ামীলীগ নেতা আসলাম সিকদার সহ প্রমুখ।বক্তারা বলেন দাবি আদায় পূরুন না হলে আন্দোলন অব্যাহিত থাকবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।