ঢাকাTuesday , 5 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরার কলারোয়া কাকডাঙ্গা সিনিয়র ফাযিল মাদ্রাসার ৬৪ তম বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত! (ভিডিও)

Link Copied!

ফিরোজ জোয়ার্দ্দার-ঃ সাতক্ষীরার কলারোয়া উপজেলার দক্ষিণ বঙ্গের ঐতিহ্যবাহী প্রাচীনতম দ্বীনি প্রতিষ্ঠান কাকডাঙ্গা সিনিয়র ফাযিল মাদ্রাসায় ৬৪তম বার্ষিক ইসলামী সন্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ঠা মার্চ) মাদ্রাসা কর্তৃপক্ষের আয়োজনে বিপুল সংখ্যাক মুসুল্লীগণের উপস্থিতিতে মাদ্রাসা প্রাঙ্গনে প্রতি বছরের ন্যায় বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা এ সন্মেলনে সভাপতিত্ব করেন অত্র মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্য বাঁশদাহ শহীদ স্মৃতি ডিগ্রী কলেজের অধ্যাপক আব্দুর রহিম। প্রধান অতিথী হিসেবে সন্মেলনে কুরআন ও হাদীস থেকে আলোচনা করেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রখ্যাত আলেমেদ্বীন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ বাংলাদেশ আহলে হাদীছ আন্দোলনের আমীর প্রফেসর ডাঃ আসাদুল্লাহ আল- গালিব। সন্মেলন কমিটির পরিচালক মাওলানা আনোয়ার এলাহীর পরিচালনার সন্মেলনে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেন বিশিষ্ট আলেমেদ্বীন সুমিষ্টিভাষী বক্তা শায়খ রবিউল ইসলাম বিন ফজলুল হক খুলনা। দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেন বুধতলা অালিয়া মাদ্রাসার সহ অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ বিন আব্দুল হালিম আল কাফী সাতক্ষীরা। এছাড়া বিশেষ অতিথী হিসেবে উপস্থিত থেকে স্বাগত বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্জ্ব আরাফাত হোসেন, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার আলহাজ্জ্ব আনিছুর রহমান, কেড়াগাছি ইউপি চেয়ারম্যান এসএম আফজাল হোসেন হাবিল, সাবেক ইউপি চেয়ারম্যান ভুট্টো লাল গাইন, আলহাজ্জ্ব ডাক্তার আজহারুল হক। এছাড়া সন্মেলনে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক, ইউপি সদস্য ইয়ার আলী, মহিদুল গাজী, আলহাজ্জ্ব নজরুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ, মাওলানা মোজাম্মেল হোসেন, মাওলানা আলতাফ হোসেন, অধ্যক্ষ আব্দুল হামিদসহ স্থানীয় নেতৃবৃন্দ প্রুমখ। সন্মেলনে ইসলামী সংগীত পরিবেশন করেন আল ইকতে সাফ শিল্পী গোষ্ঠীর খুদে শিল্পীরা। সন্মেলনে মহিলাদের ডিজিটাল পর্দার দেখানোর ব্যবস্থা করা হয়।

ভিডিও দেখুন…..

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।