ঢাকাWednesday , 9 January 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুর সাব রেজিষ্ট্রি অফিসের কমিটি গঠন। শাহজাহান সভাপতি, খোকা সাঃ সম্পাদক।  

Link Copied!

আব্দুর রউফ রুবেল শ্রীপুর,গাজীপুর প্রতিনিধিঃ    গাজীপুরের শ্রীপুরে  শ্রীপুর সাব রেজিষ্ট্রি অফিসের দলিল লেখক ও স্টাম্প ভেন্ডার সমিতির কমিটি গঠন করা হয়েছ।নবগঠিত কমিটিতে বীনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন দলিল লিখক ভেন্ডার সমিতির সাবেক সাধারণ সম্পাদক,শ্রীপুর পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর জনাব শাহজাহান মন্ডল ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ওসমান গনি খোকা।মঙ্গলবার বিকেলে সমিতির কার্যালয়ে সাধারণ সভায় প্রায় ৩’শতাধিক দলিল লিখকদের উপস্থিতিতে ও সর্বসম্মতিক্রমে তিন বছর মেয়াদী এই কমিটি গঠন করা হয়েছে।নতুন কমিটি সূত্রে জানা যায়,আগামী এক সপ্তাহের মধ্যেই কার্যকরী পূর্নাঙ্গ কমিটি গঠন করা হবে।এসময় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কে ফুলের মালা দিয়ে বরণ করে নেয় সাবরেজিস্টার সৈয়দ নজরুল ইসলাম,দলিল লিখক, স্ট্যাম্প ভেন্ডার,  নকল নবিশ, অফিসের কর্মকর্তা কর্মচারিগণ,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ,ও আওয়ামীলীগের নেতৃবৃন্দ।ফুলের মালা দিয়ে বরণ করার পর উপস্থিত সকলকে মিষ্টি মুখ করানো হয়।দলিল লিখক সমিতির সদস্যরা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন,আমরা মনে করি এই কমিটি দূর্ণীতি ও  ঘুষমুুক্ত অফিস পরিচালনায় গুরুত্বপূর্ন ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সভাপতি শাহজাহান মন্ডল বলেন,সমিতির সবাইকে নিয়ে, সকলের সহযোগীতায় সাবরেজিস্টি অফিসকে দূর্ণীতি ও  ঘুষমুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন জবাবদিহিতা মূলক অফিস হিসেবে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।দলিল লিখকদের যেকোন বৈধ সমস্যায় তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য লড়াই সংগ্রাম করে যাবো।সাধারণ সম্পাদক ওসমান গনি খোকা বলেন সমিতির সকলকে নিয়ে দলিল লিখক,ভেন্ডার ও নকলনবিশদের সুযোগ সুবিধা নিয়ে কাজ করব। সবাইকে নিয়ে দূর্নিতীমুক্ত অফিস প্রতিস্ঠা করব।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।