ঢাকাSunday , 24 February 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

শ্রীপুর উপজেলার নৌকার মাঝি আব্দুল জলিল বি এ

Link Copied!

আব্দুর রউফ রুবেল,গাজীপুরঃ

অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নৌকার হাল ধরার জন্য আবারও মাঝির দ্বায়িত্ব পেলেন তেলিহাটির কৃতি সন্তান মুলাইদ গ্রামের মফিজ উদ্দিনের বড় ছেলে, সাবেক সফল ছাত্র নেতা, তেলিহাটি ইউনিয়ন পরিষদের তিন তিনবার নির্বাচিত সাবেক সফল চেয়ারম্যান আওয়ামীলীগের প্রভাবশালী নেতা ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবদুল জলিল বি এ। আওয়ামীলীগ রাজনীতির সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত আঃ জলিলের তৃণমূল পর্যায়ে রয়েছে ব্যপক জনপ্রিয়তা ও গ্রহনযোগ্যতা ছাত্র রাজনীতি থেকে শুরু করে তৃণমুল রাজনীতি থেকে উঠে আসা সাধারণ মানুষের কাছে তিনি জনপ্রিয়তার শীর্ষে,সফল সংগঠক ও আদর্শ রাজনীতিবীধ হিসেবে তিনি সকলের কাছে পরিচিত।জোট সরকারের আমলে দুঃসময়ে নির্যাতিত আওয়ামীলীগ নেতাকর্মীদের আইনি ও আর্থিক সহায়তা করে পাশে থাকায় ত্যাগী নেতাকর্মীদের কাছে তিনি কর্মীবান্ধব ও জনদরদি নেতা হিসেবে সুপরিচিত। তিনি ১৯৮৮ সালে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচন হন।এরপর ১৯৮৯ সালে শ্রীপুর বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নির্বাচন হন। দল তার অগ্রযাত্রা ও যোগ্য নেত্রীত্বের কথা বিবেচনা করে তাকে ১৯৯৫ সালে উপজেলা আওয়ামী সেচ্ছাসেবক লীগের সভাপতি নির্বাচিত করেন।১৯৯৮ সালে শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক ও ২০১৬ সালে উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং সর্বশেষ ২০১৭ সালে গাজীপুর জেলা আওয়ামীলীগের সদস্য নির্বাচিত হন।তিনি তার জনপ্রিয়তা ও রাজনৈতিক গ্রহনযোগ্যতায় মানুষের মন জয় করে অতি অল্প বয়সে বিপুল ভোটে তেলিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। এবং পর পর তিন বার সর্বোচ্চ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। এর পর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করে বিপুল ভোটে নির্বাচিত হয়ে, এলাকার ব্যাপক উন্নয়ন, রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রিজ, শিক্ষা প্রতিষ্ঠান,এতিমখানা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ইত্যাদি ক্ষেত্রে ব্যাপক ভুমিকা পালন করেন , উপজেলা পরিষদকে একটি আধুনিক স্বচ্ছ ও জবাবদিহিতা মুলক দূর্নিতীমুক্ত, ঘুষমুক্ত, দালালমুক্ত অফিস হিসেবে গড়ে তোলে দ্বায়িত্ব পালন করে যাচ্ছেন।আঃ জলিল বলেন,বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলা, এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়ন করতে যে লক্ষে এগিয়ে যাচ্ছেন এরই ধারাবাহিকতায় আমি বঙ্গবন্ধুর একজনক্ষুদ্র ও নগন্য কর্মী হিসেবে উন্নয়নের মহাসড়কে, উন্নয়নের অংশীদার হয়ে পাশে থাকতে চাই। শ্রীপুরের উন্নয়নে, শ্রীপুরের মানুষকে সুখে দুঃখে পাশে নিয়ে আমৃত্যু উন্নয়নমুলক কাজ করে যেতে চাই শ্রীপুর বাসীর পাশে ছিলাম, আছি এবং সারজীবন থাকব ইনশাআল্লাহ।দলীয় মনোনয়ন পাওয়ার পর তিনি বলেন, আমি প্রথমেই আল্লাহর দরবারে শত সহস্র কোটি বার শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও দলীয় নেতাকর্মী ও শ্রীপুরবাসীর কাছে।আমি আওয়ামীলীগের একজন নিবেদিত প্রান, জনগন আমাকে চেয়েছে , আমার রাজনৈতিক ইতিহাস,আমার উন্নয়নমুলক কর্মকান্ড, আমার জনমত, সমর্থন ইত্যাদি বিবেচনা করে, ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, গনতন্ত্রের মানষকন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে পুনরায় মনোনয়ন দিবে বলে আমি শতভাগ আশাবাদী ছিলাম, এবং আজকে তা বাস্তবায়ন হলো। আমি আশাবাদী আগামী নির্বাচনে শ্রীপুরবাসী তাদের মূল্যবান ভোট দিয়ে আমাকে বিপুল ভোটে বিজয়ী করবে। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।