ঢাকাWednesday , 20 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

শার্শায় সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত : শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Link Copied!

এম সাঈদ, বাগআঁচড়া।।শার্শার নাভারণে সড়ক দূর্ঘটনায় দুই শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। জানাগেছে, যশোর-বেনাপোল মহা সড়কের নাভারণ বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বুধবার সকালে এক সড়ক দূর্ঘটনায় বিদ্যালয়ের ২ শিক্ষার্থী গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা আহত শিক্ষার্থীদেরকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। আহতরা হলেন, নাভারণ দক্ষিণ বুরুজ বাগান গ্রামের আবু বক্কারের মেয়ে ও বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী শামীয়া আক্তার, একই গ্রামের মাষ্টার রফিকুলের মেয়ে নিপা আক্তার সে একই বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণির ছাত্রী। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করলে প্রায় ২ ঘন্টা যান চলাচল বন্ধ হয়ে যার। পরে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাটির সুষ্ঠ তদন্তের আশস্ত করলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে নেয়। এ ব্যাপারে শার্শা উপজেলা নির্বাহী অফিসার পুলক কুমার মণ্ডল বলেন,  চব্বিশ ঘন্টার মধ্যে এ অনাকাংক্ষিত ঘটনার সুষ্ঠ তদন্ত করে আইনের আওতায় আনা হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।