ঢাকাThursday , 21 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

রাবি শিক্ষার্থীদের ফের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ

Link Copied!

রাবি প্রতিনিধি:রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে ফের ঢাকা-রাজশাহী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। তিন গেইটে ওভারব্রিজ স্থাপন ও আট দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিক্ষোভ করেন তারা।

মহাসড়কে অবস্থান নেয়ার কারণে দুই পাশে যানজট সৃষ্টি হয়। প্রায় ঘন্টাব্যাপী অবস্থানের পর বিশ্ববিদ্যালয় প্রক্টরের আশ্বাসে শিক্ষার্থীরা মহাসড়ক ত্যাগ করেন।

ঢাকায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবরার হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এসময় তারা ‘নিরাপদ সড়ক চাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে স্লোগান দিতে থাকেন।

তাদের দাবিগুলোর হলো- আবরারের হত্যাকারীর অবিলম্বে ফাঁসি কার্যকর, জাবালে নুর ও সুপ্রভাত বাসের রোড পারমিট বন্ধকরণ, রাস্তায় রাস্তায় চেকপোস্ট বন্ধ করা, শিক্ষার্থীদের জন্য অর্ধেক ভাড়া কার্যকর করা, প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ফুট ওভারব্রিজ স্থাপন ও জেব্রা ক্রসিংগুলোর পাশে সিসি ক্যামেরার ব্যবস্থা করা, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, কাজলা ও বিনোদপুর গেইটের সামনে ফুটওভার ব্রিজ স্থাপন করা।

এর আগে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মহাসড়কে অবস্থান নেয়।

ঢাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের আট দফা দাবির সাথে একাগ্রতা করে তারা বলেন, ফুটওভার ব্রিজ প্রত্যেক শিক্ষার্থীর দাবি। বিশ্ববিদ্যালয়ের ভিতরে বেপরোয়া যানবাহন চলাচলের কারণে আমরা ইতিমধ্যে বিভিন্ন ধরনের দুর্ঘটনার শিকার হয়েছি। আমরা আর কোন হতাহতের ঘটনা, মৃত্যুর মিছিল দেখতে চাই না। আমরা চাই না আর কোন সড়ক দুর্ঘটনা ঘটুক। মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আবেদন তিনি এদিকে সুদৃষ্টি দিবেন এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের দাবিগুলো মেনে নিবেন।

তারা আরো জানান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর স্যারের সাথে আমাদের দাবিগুলো নিয়ে আমরা কথা বলেছি। তিনি আমাদের এ বিষয়ে আশস্ত করেছেন। তার আশ্বাসে সাধারণ জনগণ হেনস্থা না হয় সে জন্য আজকের জন্য আন্দোলন স্থগিত করছি। এসময় তারা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দাবিগুলো বাস্তবায়নের জন্য সাত দিনের আল্টিমেটাম দেন। তা না হলে আবারো আন্দোলন করা হবে বলে হুশিয়ারি দেয়া হয়।

নিরাপদ সড়ক আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, শিক্ষার্থীরা যে তিনটি ওভারব্রিজ স্থাপনের দাবি জানিয়েছে তা রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) আওতায়। রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের কাছে এই তিনটি স্থানে ওভারব্রীজ নির্মাণের জন্য প্রশাসনের পক্ষ থেকে আবেদন জানানো হবে।

এর আগে গত বুধবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্রনাথ ঠাকুর ভবনের সামনে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। একই দিনে দুপুর ১২টার দিকে শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে অবস্থান নেয়। পরে দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে ক্যাম্পাসে ফিরে যায়।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।