ঢাকাTuesday , 21 May 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

যশোরে স্বর্ণ আত্নসাতের ঘটনায় ২ এএসআই ও এক কনষ্টবল ক্লোজ

Link Copied!

এম সাঈদ।।

ভারতে পাচারকালে ১৬ টি স্বর্ণের বার  পাচারকারীদের কাছ থেকে কেড়ে নিয়ে আত্নসাত করায় যশোরের বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ৩ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে। ক্লোজ হওয়া পুলিশ সদস্যরা হলেন, এএসআই তবিবুর রহমান, এএসআই রঞ্জন ও কনষ্টবল তুষার । এ ব্যাপারে ওই ৩ পুলিশ সদস্যকে স্বর্ণ আত্নসাতের অভিযোগে যশোর পাঠানো হয়েছে । পুলিশ জানায়, স্বর্ণ চোরাচালানকারী শার্শা উপজেলার বালুন্ডা গ্রামের সাজেদুর রহমান ও মহিষাকুড়া গ্রামের আক্তারুল হোসেনকে এএসআই তবিবুর, এএসআই রঞ্জন ও কনষ্টবল তুষার রোববার সন্ধ্যায় বাগআঁচড়ার টেংরা গ্রামের রেজা মাষ্টারের বাড়ির পাশ থেকে ১৬ টি সর্ণের বারসহ আটক করে ক্যাম্পে না এনে স্বর্ণ রেখে তাদের ছেড়ে দেয়। স্বর্ণ আটকের কোন তথ্য তারা তদন্ত কেন্দ্রকে  অবহিত না করে আত্নসাতের জন্য নিজেদের কাছে রেখে দেয়। এ ঘটনা জানাজানি হলে তাৎক্ষনিক ওই ৩ জন পুলিশ সদস্যকে জিজ্ঞাসাবাদে সত্যতা মেলে। এবং তাদের কাছ থেকে আত্নসাতকৃত ৮ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ ব্যাপারে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মশিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, তাদের যশোরে পাঠানো হয়েছে। মামলা হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, এখনো উপর থেকে কোন সিদ্ধান্ত আসে নাই। পরে বিস্তারিত জানানো হবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।