ঢাকাMonday , 24 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

মোংলা কোস্টগার্ড বাহিনীর অভিযানে ৫’শ পিস ইয়াবাসহ একজন আটক

Link Copied!

মোঃহাফিজুর রহমান, মোংলা প্রতিনিধিঃ৫’শ পিস ইয়াবাসহ শহিদুল ইসলাম (৩৬) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে মংলা কোস্টগার্ড বাহিনী পশ্চিম। রবিবার (২৩ জুন) রাত ১১ টায় অভিযান চালিয়ে তাকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা দপ্তর।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, রবিবার গভীর রাতে খুলনার জাবুসা এলাকায় ইয়াবা পাচারের সময় সময় ৫’শ পিস ইয়াবাসহ শহিদুলকে আটক করা হয়। আটক  শহিদুল ইসলামের বিরুদ্ধে আগে থেকেই কোস্টগার্ডের কাছে বেশকিছু তথ্য ছিল। রবিবার গোয়েন্দা তথ্য ভিত্তিতে তাকে ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটক হওয়ার পর  শহিদুল  জানান, তিনি দীর্ঘদিন যাবত ইয়াবা ব্যবসার সাথে জড়িত। খুলনাসহ দেশের বিভিন্ন প্রান্তে ইয়াবা সরবরাহের বিষয়টিও কোস্টগার্ড বাহিনীর কাছে স্বীকার করেন তিনি। আটক ইয়াবা ব্যবসায়ী শহিদুল বাগেরহাটের মোড়েলগন্জ উপজেলার জোকা গ্রামের সিকান্দার আলীর পুত্র। আটক শহিদুল ইসলামের বিরুদ্ধে খুলনার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করেছে কোস্টগার্ড পশ্চিম জোন। এদিকে ইয়াবা ব্যবসায়ী শহিদুল ইসলামের বিরুদ্ধে মামলা হওয়ার পর তাকে জেল হাজতে পাঠানোর বিষয়টি নিশ্চিত করেছে রুপসা থানা পুলিশ।

কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ আরো জানান, সুন্দরবন সংলগ্ন কোস্টগার্ড বাহিনীর এখতিয়ারভূক্ত এলাকা সমূহে মাদক ব্যবসায়ী, মাদক পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড জিরো টলারেন্স নীতি গ্রহন করেছে। চলতি মাসে বিপুল পরিমান ইয়াবা,গাঁজাসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করে আইনের আওতায় এনেছে কোস্টগার্ড বাহিনী। মাদক ও চোরাচালানের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের নিয়মিত অভিযান অব্যহত রয়েছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।