ঢাকাFriday , 1 March 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় পালিত হয়েছে “পুলিশ মেমোরিয়াল ডে”

Link Copied!

ভোলা প্রতিনিধিঃ ভোলায় পালিত হয়েছে “পুলিশ মেমোরিয়াল ডে” । এ উপলক্ষে নিহত সদস্যের প্রতি শ্রদ্ধা নিবেদন, স্মরনসভা ও নিহতদের পরিবারকে সংবর্ধনা প্রধান করা হয়।

শুক্রবার (১ মার্চ) সকালে পুলিশ লাইন্স কার্যালয়ে স্মরনসভার সভাপতিত্ব করেন, ভোলার পুলিশ সুপার মোঃ মোকতার হোসেন (পিপিএম)।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, ভোলার জেলা প্রশাসক মোঃ মাসুদ আলম ছিদ্দিক।

এছাড়া বক্তব্য রাখেন, জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, কোষ্টগার্ড জোনাল কমান্ডার ক্যাপ্টেন মঈনউদ্দিন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শরীফ সানাউল হক, এনএসআই উপ-পরিচালক একেএম মোকলেসুর রহমান, ভোলা প্রেসক্লাব সভাপতি এম হাবির রহমান, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, সদর উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম গোলদার।

বক্তারা বলেন, বর্তমান সরকার পুলিশের উন্নয়নে কাজ করে যাচ্ছে। তাদের সাহসিকতা ও কাজের স্বীকৃতি দিয়ে সম্মানিত করছে। পুলিশ যেন আরো সুনাম অর্জন করতে পারে সে লক্ষে বাইকে  কাজ করতে হবে। ভোলার পুলিশ অত্যন্ত সাহসিকতার সাথে কাজ করছে।
অতিরিক্ত পুলিশ সুপার সাফিন আহমদের উপস্থাপনায় আরো বক্তব্য রাখেন, জেলা আনসার ভিডিপি কমান্ডার সাজ্জাদ হোসেন, জেলা পুজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক গৌরাঙ্গ চন্দ্র দে, হিন্দু বৌদ্ধ খিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক অবিনাশ নন্দি, চেম্বার অব কমার্সের পরিচালক শফিকুল ইসলাম, জেলা আ’লীগের যুগ্ম সম্পাদক এনামুল হক আরজু, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুস।

অনুষ্ঠানে বিভিন্ন সময় পেশাগত কাজের সময় শহীদ প্রেম কুমার, টিপু সুলতান, ইউসুফ আলী, বরুন কুমার, আফজাল হোসেন এ সেলিম সিকদারের টরিবারকে সংবর্ধনা করা হয়।

পুলিশ সুপার মোকতার হোসেন (পিপিএম)  নিহত পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে বলেন, ভোলার পুলিশ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করছে। আমি  ভোলাতে যোগদানেন পর মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ সকল অপরাধ দমনে কাজ করছি। আমরা নিয়মিত শুদ্ধ অভিযান চালাচ্ছি। মাদক দমনে রাজনৈতিক ও সাংবাদিকসহ সবার সহযোগীতা আহব্বান জানান পুলিস সুপার।
ভোলার জেলা প্রশাসক মাসুদ আলম ছিদ্দিক নিহত পুলিশ সদস্যদের পবরতি গভীর সমবেদনা এবং পুলিশ বাহিনীর প্রতি শ্রদ্ধা ও ভালাবাসা জানান। তিনি বলেন, পুলিশ বাহিন যেন আরো সুনাম অর্জন করতে পারে সে লক্ষে কাজ করছে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।