ঢাকাMonday , 6 January 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় আলোচিত “লাইজু” হত্যার বিচার চেয়ে মানববন্ধন

Link Copied!

ভোলা প্রতিনিধিঃ ভোলার দৌলতখান মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী গৃহবধূ লাইজু আক্তারকে (১৮) হত্যার ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। রোববার দুপুরে দৌলতখান বাজারে প্রায় ঘণ্টাব্যাপী তার সহপাঠীসহ প্রায় ৫ শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা এ কর্মসূচি পালন করেন। এছাড়াও লাইজুর বড় ভাই ইসমাইল শিকদারসহ পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা কান্নায় ভেঙে পড়েন। বক্তরা বলেন, লাইজুর হত্যাকারী স্বামী তানজিলসহ জড়িত সবাইকে দ্রুত গ্রেফতার করতে হবে। আসামিদের যতক্ষণ গ্রেফতার করা না হবে ততক্ষণ তারা এ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। এদিকে হত্যার ঘটনার ৪ দিন পেরিয়ে গেলেও এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করতে পারিনি পুলিশ। উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ভোলার সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতলি গ্রামে স্বামীর বাড়ি থেকে লাইজুর লাশ উদ্ধার করে পুলিশ। এরপর থেকে তার স্বামীসহ পরিবারের সবাই পলাতক রয়েছে। ঘটনার পরদিন শুক্রবার রাতে লাইজুর বড় ভাই ইসমাইল শিকদার বোনের স্বামী তানজিলসহ তার পরিবারের ৭ জনের নাম উল্লেখ করে ও ২ জনকে অজ্ঞাত আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।