ঢাকাTuesday , 4 April 2023
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভোলায় “আমারে তরমুজে ফিন্দাইল ছেড়া তেনা” গান ভাইরাল

Link Copied!

জেএম.মমিন, ভোলাঃ ভোলার চরফ্যাশনে লোকসানের মুখে পড়ে “আমারে তরমুজে ফিন্দাইলো ছিড়া তেনা” এমন একটা গানের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে ৷
জানাযায়, উপজেলা মুজিবনগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে ৩৪ একর জমিতে তরমুজ চাষ করেন স্থানীয় চার যুবক ৷ ফল বড় হওয়ার পর শিলা বৃষ্টি ও বাজার দর কমে যাওয়ায় মোট খরচের অর্ধেক লোকসান হবে বলে মনের দুঃখে তরমুজ খেতের টং ঘরে বসে “আমারে তরমুজে ফিন্দাইলো ছিড়া তেনা” এমন গান ধরেন ৷ গানটিতে কন্ঠ দেন আনোয়ার নামে এক চাষি ও তার সাথে তাল মিলান সাথে থাকা বাকিরা ৷ এসময় আলাউদ্দিন নামে একজন সেই ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন এবং মুহূর্তের মধ্যে তা ভাইরাল হয়ে যায় ৷
ভিডিও ধারক ও চাষি আলাউদ্দিন জানান, সোমবার দুপুরে সবাই একসাথে খেতের টং ঘরে বসে কথাবার্তা বলছিলাম এমন সময় গানটার কথা মাথায় আসে ৷ তাৎক্ষণিক আনোয়ার গানটি গান এবং তার কন্ঠের সাথে তাল মিলায় বাকি সবাই ৷ তখন আমি গানটির ভিডিও ধারন করি ৷ এরপর আমার ফেসবুক আইডি থেকে পোস্ট করলে দ্রুত ভাইরাল হয়ে যায় ৷ গানে অংশে নেওয়া বাকিরা হলো রাসেল, ইব্রাহিম, আইয়ুব আলী, আক্তার ও কবির ৷ তিনি আরো বলেন, লোকসানের মুখে পরে মনের দুঃখে আমরা এই গানটি করেছি ৷ কিন্তু গানটি এতটা ভাইরাল হয়ে যাবে আমরা বুঝতে পারিনি ৷
উল্লেখ্য, ভোলায় এবছর তরমুজের ফলন ভালো হলেও শেষ সময়ে এসে শিলা বৃষ্টি ও বাজার দর কমে যাওয়ায় অনেক চাষিই লোকসানের মুখে ৷

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।