ঢাকাThursday , 20 December 2018
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

ভোট দেয়ার আগে প্রত্যেক প্রার্থীর বিগত দিনের অবস্থার খোজ নিন–গোলাম কিবরিয়া টিপু

Link Copied!

আরিফ হোসেন,বাবুগঞ্জ ॥ বরিশাল-৩ (বাবুগঞ্জ-মুলাদী) আসনের (লাঙ্গল) প্রতিকের প্রার্থী গোলাম কিবরিয়া টিপু বলেছেন, আপনার মূল্যবান ভোট প্রয়োগের আগে প্রত্যেক প্রার্থীর অতিতের খোজ নিন। বিগত ১০ বছর আগে তারা কি করতো। আমার সাফ কথা মূল্যবান ভোট টি যোগ্য প্রার্থীকে দিবেন। অযোগ্য মনে হলে প্রত্যাখান কুরন। এলাকার উন্নয়নে দল মত নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে লাঙ্গল প্রতীকে ভোট প্রদানের আহবান জানান তিনি। গতকাল বাবুগঞ্জ বন্দরে রহমতপুর ইউনিয়ন জাতীয় পার্টি ও ব্যবসায়ী কর্তৃক আয়োজিত পথসভায় উপজেলা জাপা সভাপতি মকিতুর রহমান কিসলুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি ভোটারদের উদ্দিশ্যে আরো বলেন, আমি আপনাদের ভোটে এবার নির্বাচিত হলে উন্নত দেশের মত বাড়ি বাড়ি গিয়ে সমেস্যার খবর নেয়া হবে এবং সমাধান করা হবে। পুলিশ ও সাংবাদিকরা নিরাপেÿ ভুমিকায় থাকবে বলে আশা ব্যক্ত করে কর্মীদের ভোট কেন্দ্র পাহারা দেওয়ার নির্দেশ দেন। এর আগে আসনটির মহাজোট সমর্থীত লাঙ্গল প্রতীকের পদপ্রার্থী গোলাম কিবরিয়া টিপু দলীয় ও মহাজোটের নেতা কর্মীদের নিয়ে গতকাল বাবুগঞ্জের রহমতপুর, বাবুগঞ্জসহ বিভিন্ন এলাকায় উঠান বৈঠক ও গণসংযোগ করেছেন। সকাল থেকে শুরু করে রাত অবদি ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক বাবুল আকন,যুগ্ম সাধারণ সম্পাদক সেরিম হোসেন স্বপন,সাবেক উপাধÿ্য মকবুল হোসেন,ইউনিয়ন সভাপতি জেলানি সাজোয়াল,ইউপি সদস্য মোঃ জসিম উদ্দিন প্রমুখ।টিপুর নির্বাচনী চলমান প্রচারণায় অধীক গুরুত্ব পেয়েছে এলাকার উন্নয়ন, সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গড়া, বেকারত্ব দূর করা, নদী ভাঙ্গন রোধে স্থায়ী সমাধান, সড়ক ও জনপদ যোগাযোগের উন্নয়ন, হাট বাজার ইজারামুক্ত করা। তিনি গত ৯ম জাতীয় নির্বাচনে নির্বাচিত হয়ে আসনটির গুরুত্বপূর্ণ বেশ কিছু হাট বাজার ও খেয়াঘাট ইজারামুক্ত করেছিলেন। এবারে তিনি নির্বাচিত হলে নতুন চমক দেখাবেন বলে প্রচারণা চালাচ্ছেন।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।