ঢাকাFriday , 27 March 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

বৃত্তির টাকায় চীন থেকে কিট কিনে পাঠাচ্ছেন পাঁচবিবির মিজানুর

Link Copied!

মোঃ আলী হাসান: পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর সরকার পাড়া গ্রামের চীনের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা বাংলাদেশি তরুন মিজানুর রহমান সরকার বৃত্তির টাকা বাঁচিয়ে করোনা ভাইরাস টেস্টেও ১০০টি কিট কিনে বাংলাদেশে পাঠাচ্ছেন। সে রতনপুর গ্রামের আবু জাফর সরকারের ছেলে।

মিজানুর রহমান সরকার গত ২০ মার্চ মিজানুর রহমান তাঁর ফেসবুক পোস্টেলেখেন, জয়পুরহাটে যারা দায়িত্বশীল আছেন, তাদেও দৃষ্টি আকর্ষণ করছি। আমি মিডিয়া মারফত জানতে পারলাম, জয়পুরহাটে এখন পর্যন্ত করোনা ভাইরাস পরীক্ষার কোন কিন নেই। তাই আমি চায়না থেকে করোনা ভাইরাস টেস্ট করার জন্য কিছু কিট ডোনেট করতে চাই। এ বিষয়ে করনীয় প্রক্রিয়া জানার জন্য জয়পুরহাটে যারা স্বাস্থ্য বিভাগে জড়িত আছেন, তাদেও সাহায্য কামনা করছি। মিজানুর রহমানের ফেসবুকের ওই পোস্ট দেখে তাতে কমেন্টে করে মুটোফোন নম্বও দিতে বলেন জাতীয় সংসদের হুইপ ও রংপুর বিভাগীয় সাংগাঠনিক সম্পাদক সাংসদ আবু সাইদ আল মাহমুদ স্বপন। পরে নম্বর নিয়ে ওই তরুনের সঙ্গে যোগায়োগ করেন হুইপ।

হুইপ আবু সাইদ আল মাহমুদ এ বিষয়ে তার ফেসবুকে পোস্টে লেখেন, একটি ছেলে চায়না থেকে ফেসবুকে পোস্ট দিয়েছে যে সে জয়পুরহাটে কিছু করোনা টেস্টিং কিট পাঠাতে চায়। জয়পুরহাটের দায়িত্বশীল কেউ যেন যোগায়োগ করে। বিষয়টি আমার চোখে পড়ায় তাকে তার ফোন নম্বর দিতে বলি। সে নম্বর দিলে আমি ফোন করি। সে চায়না নানথোং সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে বিএসসি ইঞ্জিনিয়ারিং পড়ছে। বর্তমান পরিস্থিতিতে সেখানে প্রায় গৃহবন্দী। বাইরে বেরোতে পারে না। কিন্তু দেশের জন্য, এলাকার জন্য তার হৃদয়ের আকুতি অনুভব করে আমি অভিভুত।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।