ঢাকাWednesday , 13 March 2024
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

জয়পুরহাটে পাসপোর্ট ও বিআরটিএ অফিসে অভিযান, পাঁচ জনের কারাদন্ড

Link Copied!

পুলক সরকার, স্টাফ রিপোর্টার, জয়পুরহাটঃ
১৩ এপ্রিল/২৪
জয়পুরহাট আঞ্চলিক পাসপোর্ট ও বিআরটিএ অফিসে দালাল চক্রের হয়রানির বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযানে দালাল চক্রের পাঁচ সদস্যকে কারাদন্ডাদেশ ও জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান।
বুধবার (১৩ মার্চ) জয়পুরহাট  র‌্যাব-৫, সিপিসি-৩ কোম্পানি কমান্ডার মেজর শেখ সাদিকের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত এ অভিযান পরিচালনা করে। অভিযানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পাসপোর্ট ও বিআরটিএ  অফিসের পাঁচ জন দালালকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদন্ড ও ৫শ টাকা করে জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্তরা জয়পুরহাট সদর উপজেলার চকপাড়া কড়ই গ্রামের মোজাম্মেল হকের ছেলে মামুনুর রশিদ (৫০), পাঁচুরচক গ্রামের মৃত দুদু মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৫৯), আরাফাত নগরের মৃত  মোফাজ্জল হোসেনের ছেলে রেজানুর রহমান সাজু (৩৬), বাবুপাড়া গ্রামের মৃত মিজানুর রহমানের  ছেলে আলম রশিদ (৪০), চক দাদড়া গ্রামের মৃত রইচ উদ্দিনের ছেলে মাহাতাব উদ্দীন (৬২)।
ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান জানান, দালাল চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে সাধারণ সেবা প্রার্থীদের নিকট সেবা পাইয়ে দেয়ার নামে অতিরিক্ত অর্থ আদায় করে হয়রানি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে জেলা প্রশাসক সালেহীন তানভীর গাজীর নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-৫ এর  গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুদিন ধরে অসাধু দালাল চক্রকে চিহ্নিত করা হয়। এরপর হাতেনাতে এই দালাল চক্রের সদস্যদের আটক করা হয়। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে এই শাস্তি আরোপ করা হয়েছে।  মানুষের ভোগান্তি লাঘবে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।