ঢাকাThursday , 30 January 2020
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

বিদ্যাদেবী সরস্বতী পূজায় আরাধনা ও অনুরোধ

Link Copied!

উজ্জ্বল রায় নড়াইল থেকেঃ সরস্বতী পূজায় সবার প্রতি বিশেষ অনুরোধ।(১) অন্যজন খাবার খেলে যেমন আপনার ক্ষুধা মিটবে না তেমনি অন্যের করা পূজায় আপনার আরাধনাও হবে না। তাই পুরোহিত পূজা করলেও যতটা সম্ভব নিজ অন্তরে ভক্তি রেখে মায়ের পূজার সময় প্রতিমার সামনে অবস্থান করুন।(২) আপনার বলা কথার অর্থ যদি আপনি নিজেই না বুঝেন তাহলে অন্যরা তা কি বুঝবে? তেমনি আপনার উচ্চারিত মন্ত্রের অর্থ যদি আপনি নিজেই না জানেন তাহলে তা মায়ের কাছে পৌঁছাবেন কি করে? তাই সরস্বতীপূজার সকল মন্ত্রের অর্থ জানার চেষ্টা করুন (৩) পেটে ক্ষুধা না থাকলে অনেক সুস্বাদু খাবার খেয়েও তৃপ্তি পাওয়া যায় না কিন্তু ক্ষুধার্ত অবস্থায় শুধু ভাত কিংবা রুটি খেয়েও অনেক তৃপ্তি পাওয়া যায়। তেমনি ভক্তিহীন ভাবে বিশাল আড়ম্বর করে পূজা করে লাভ নেই বরং আড়ম্বর কমিয়ে যদি নিজ অন্তরে ভক্তি জাগাতে পারেন তাহলেই সেই পূজার সার্থকতা। তাই ভক্তিপূর্ণ মনে মায়ের পূজা করুন। (৪) বিদ্যাদেবীর পূজায় যদি বিদ্যার চিন্তাই না করি তবে তো পূজাটা যেনো কেমন অসম্পূর্ণ থেকে যায়! তাই মায়ের পূজার দিন সংকল্প করুন যে জাগতিক এবং আধ্যাত্মিক উভয় ক্ষেত্রেই বিদ্বান হয়ে উঠবেন। (৫) বিদ্যাদেবীর পূজার দিন বিদ্যা প্রচারের চেষ্টা করুন। অযৌক্তিক, অশ্লীল ও গতানুগতিক হিন্দি, DJ নাচ-গানের আয়োজন না করে ধর্মীয় সংগীত, শাস্ত্রীয় সংগীত, ধর্মালোচনার আয়োজন করুন। (৬) পবিত্র ও সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে সেখানে প্রতিযোগিতার আয়োজন করতে পারেন যেই প্রতিযোগিতায় জয়ীদের উপহার হিসেবে যুগোপযোগী ধর্মীয়, যুক্তি ও জ্ঞানমূলক গ্রন্থ দিতে পারেন। যেমন : স্বামী বিবেকানন্দের গ্রন্থসমূহ (রামকৃষ্ণ মিশনে পাবেন), স্বামী স্বরূপানন্দের গ্রন্থসমূহ(অযাচক আশ্রমে পাবেন), স্বামী প্রণবানন্দের গ্রন্থসমূহ(প্রণব মঠে পাবেন)। (৭) সৎ-চরিত্র, দৈহিক ও মানসিক পবিত্রতা ব্যতীত কেউ ধার্মিক কিংবা মানুষ হতে পারে না। তাই একটি সুন্দর ধার্মিক সমাজ গড়ে তুলতে পূজার দিন এলাকার ভাই-বোনদের নিয়ে পবিত্রতা ও ব্রহ্মচর্যের প্রচার করুন। (৮) সব ধরনের অশ্লীলতা, নোংরামি ও অসামাজিক কাজ থেকে বিরত থাকুন। যেমন : মদ, গাঁজা ইত্যাদি খাওয়া থেকে বিরত থাকুন। এসব খাওয়াকে আনন্দ করা বলে না, বরং নোংরামি ও পাপাচার বলে। (৯) যুবসমাজের একটা প্রবণতা হলো—পূজা মন্ডপে ছেলেরা যায় মেয়েদের দেখতে এবং নিজেদের দেখাতে আবার মেয়েরা যায় ছেলেদের দেখতে এবং নিজেদের দেখাতে। এটা বয়সের দোষ। তাই যতটা সম্ভ।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।