ঢাকাThursday , 30 May 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

বাবুগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নদী কেটে বালু উত্তোলনের পায়তারা

Link Copied!

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের বাবুগঞ্জে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নদীর তলদেশ কেটে একটি অসাধু চক্র বালু উত্তোলনের পায়তারা করছে বলে অভিযোগ পাওয়া গেছে। তথ্য অনুসন্ধানে জানাগেছে, উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের লামচর ঘোষকাঠী-১২নং মৌজার সন্ধা নদীর জলসীমায় নদী কেটে বালু উত্তোলনের বিরুদ্ধে স্থগিতাদেশ জারি করেন উচ্চ আদালত। কারণ সন্ধা নদীর লামচর ঘোষকাঠীএলাকা থেকে বালু উত্তোলন হলে হুমকির কবলে পরবে জনবসতি এলাকা,স্কুল,কলেজ,মাদ্রাসা,মসজিদ এবং বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি যাদুঘর। তাই ভাঙ্গনের কবল থেকে ওই সমস্ত স্থাপণা রক্ষার্থে বরিশাল জেলা প্রশাসকের বরাবর আবেদন করেন স্থানীয় পশ্চিম ভূতেরদিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওঃ আব্দুল কাদের মাল। যা পরবর্তিতে উচ্চ আদালত পর্যন্ত গড়ায়। আদালতে রিট পিটিশন দায়েরের প্রেক্ষিতে গত ২২মে ২০১৯তারিখে উচ্চ আদালত লামচর ঘোষকাঠী এলাকার জলসীমার সন্ধা নদী থেকে বালু উত্তোলনের উপর নিষেধাজ্ঞা জারি করেন। এতে বালু উত্তোলকারিরা আপাতত বালু উত্তোলন বন্ধ করলেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গত কয়েকদিন যাবৎ একটি মহল পুনঃরায় নিষিদ্ধ ওই এলাকা থেকে বালু উত্তোলনের পায়তারা করে আসছে বলে অভিযোগ করেছেন একাধিক মহল। এব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত হাওলাদার বলেন, যতই পায়তারা করুক আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নিষিদ্ধ ঘোষিত এলাকায় যদি কেউ বালু উত্তোলন করে তাহলে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। বীর শ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের ছোট ভাই মঞ্জুর রহমান বাচ্চু বলেন,লামচর ঘোষকাঠী এলাকায় সন্ধা নদী থেকে বালু উত্তোলন করা হলে ভাঙ্গনের প্রভাব নদী তীরবর্তি বীর শ্রেষ্ঠর নামে এলাকায় যেকটি প্রতিষ্ঠান আছে তার উপর পরবে।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।