ঢাকাThursday , 20 June 2019
  • অন্যান্য
  1. আন্তর্জাতিক
  2. করোনা আপডেট
  3. খেলাধুলা
  4. জাতীয়
  5. জেলার খবর
  6. দেশজুড়ে
  7. নির্বাচনের হাওয়া
  8. প্রচ্ছদ
  9. প্রচ্ছদ
  10. ফিচার
  11. বিনোদন
  12. রাজনীতি
  13. শিক্ষা
  14. সকল বিভাগ
  15. স্বাস্থ্যর খবর
আজকের সর্বশেষ সবখবর

বান্দরবানের রুমায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সেনাবাহিনীর ১ সদস্য নিহত ও আহত ৭।

Link Copied!

এন এম সিকদার,নিজস্ব সংবাদদাতা।
পার্বত‌্য বান্দরবান হতে রুমা যাওয়ার পথে রুমা ১২ মাইল ওয়াই জংশন এলাকায় মাইক্রোটি নিয়ন্ত্রণ হারিয়ে গভির খাদে পড়ে যায় এতে এক সেনা সদস‌্য নিহত ও ৭ জন আহত হয়।
বুধবার বিকাল (১৯ জুন) সাড়ে চারটার দিখে বান্দরবান-রুমার ১২ মাইল সড়কে এই দূর্ঘটনা ঘটে,এতে ঘটনা স্থলে এক সেনা সদস‌্য নিজত হয়,নিহত সেনা সদস্য হলেন, সার্জেন্ট ওবায়দুল ইসলাম (৯ ইবি যশোর)।
এবং আহতরা হলেন, সৈনিক আরিফ হোসেন (২৭ ইবি)
কর্পোরাল ফারুক (২০ ইসিবি),
সার্জেন্ট কামাল (২০ ইসিবি),
 মাসুদ (সিভিল) (২০ ইসিবি),
সৈনিক আব্দুল হালিম (২৭ ইবি),
মো লিটন (সিভিল বাস চালক),
মো তপন (সিভিল)।
বান্দরবান সেনাবাহিনীর (জিটুআই) মেজর ইফতেখার হোসেন বলেন, বুধবার বিকেল সাড়ে চারটার দিকে রুমা-বান্দরবান সড়কে সেনাবাহিনীর একটি মাইক্রোবাস ৮ জন সেনা সদস্য নিয়ে বান্দরবান আসার সময় মাইক্রো বাসটি নিয়ন্ত্রন হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। এতে একজন নিহত ও ৭ জন আহত হয়।আহতদের  বান্দরবান হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
বান্দরবান সদর থানার পুলিশ কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম চৌধুরী জানান, দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানোর ব্যাবস্থা করা হয়েছে। তাদের চিকিৎসা বর্তমানে চলমান।

এনবিনিউজ একাত্তর ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।